ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত কান্স ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে আলিয়া ভট্টের উপস্থিতি সকলকে মুগ্ধ করেছে। কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে পোশাকে ফের নজর কাড়লেন মহেশ কন্যা আলিয়া ভাট
27
বিশেষ শাড়িতে হাজির আলিয়া
কান্স ২০২৫-এর শেষদিনে আলিয়া ভাট এমন একটি বিশেষ শাড়ি পরে রেড কার্পেটে হাজির হয়েছিলে। যা দেখে তাঁকে প্রশংসার বন্য়ায় ভাসিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। তাঁর অনন্য রূপ সকলের প্রশংসা কুড়িয়েছে।
37
আধুনিকতায় মোড়া দেশি লুক
আলিয়া ভাটার দেশি লুকে ছিল আধুনিকতার ছোঁয়া, যা তাঁকে আরও বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। তাঁর শাড়িটিও ছিল অসাধারণ।