ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত কান্স ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে আলিয়া ভট্টের উপস্থিতি সকলকে মুগ্ধ করেছে। কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে পোশাকে ফের নজর কাড়লেন মহেশ কন্যা আলিয়া ভাট
27
বিশেষ শাড়িতে হাজির আলিয়া
কান্স ২০২৫-এর শেষদিনে আলিয়া ভাট এমন একটি বিশেষ শাড়ি পরে রেড কার্পেটে হাজির হয়েছিলে। যা দেখে তাঁকে প্রশংসার বন্য়ায় ভাসিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। তাঁর অনন্য রূপ সকলের প্রশংসা কুড়িয়েছে।
37
আধুনিকতায় মোড়া দেশি লুক
আলিয়া ভাটার দেশি লুকে ছিল আধুনিকতার ছোঁয়া, যা তাঁকে আরও বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। তাঁর শাড়িটিও ছিল অসাধারণ।
আলিয়া ভাট দেখিয়ে দিয়েছেন যে, কিভাবে দেশি সাজকে আধুনিক এবং চটকদার ভাবে পরিধান করা যায়। এই অনুষ্ঠানে আলিয়া পরেছিলেন গুচ্চির একটি বিশেষ শাড়ি।
57
লাইম লাইটে আলিয়ার শাড়ি
আলিয়া ভট্টের বিশেষ শাড়িটি খুব সূক্ষ্মভাবে নকশা করা হয়েছিল। এতে ছিল স্ফটিকের জালের নকশা এবং গুচ্চির মনোগ্রাম।
67
আলিয়ার বিউটি হ্য়াকস
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শাড়ির সঙ্গে পরেছিলেন ডিপ ভি নেকলাইনের ব্লাউজ। শাড়ির আঁচলটিও ছিল অনন্য ধরণের। যা তাকে আরও মোহময়ী করে তুলেছিল সকলের সামনে।
77
আলিয়ার সেরা কান্স লুক
আলিয়া ভাট স্বারোভস্কি স্ফটিকের শাড়িটি স্কার্টের মতো করে পরেছিলেন। ফ্যাশন জগতে এই লুকটিকে ২০২৫ সালের সেরা কান্স লুক বলা হচ্ছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।