হিন্দির পাশাপাশি তামিল, তেলেহু, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, বাংলা, অসমীয়া ও গুজরাটি ভাষায় গান গেয়েছেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। এই সকল ভাষায় প্লেব্যাক করেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। পল ছাড়াও তাঁর সেরা মিউজিক অ্যালবামের তালিকায় আছে ইয়ারো।