প্রচারের আলোয় আসতে গিয়ে নিজের গায়ে আগুন ধরালেন উরফি, ভাইরাল হল ভিডিও

Published : Aug 23, 2024, 06:50 PM ISTUpdated : Aug 23, 2024, 06:51 PM IST
Urfi javed

সংক্ষিপ্ত

ফলো কর লো ইয়ার নামক একটি শো-তে হাজির হন উরফি। সেখানে নিজের জামায় আগুন ধরিয়ে দেন উরফি। আর সেই আগুনের তাপ সহ্য করেন সকলের নজর কাড়ার আশায়।

বরাবরই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন উরফি জাভেদ। সকলের নজর কাড়তে সব সময়ই ঘটিয়ে থাকেন নানান অদ্ভুত কান্ড। বিশেষ করে আজব আজব পোশাক পরে সকলের নজর কাড়েন নায়িকা। বিভিন্ন রকম জিনিস দিয়ে পোশাক তৈরি করে উঠে আসতে চান খবরের শিরোনামে। উরফির এই সকল কর্ম কাণ্ডের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবার প্রচারের আলোয় আসতে নিজের গায়ে আগুন ধরালেন উরফি। অবাক করা হলেও এমনটাই সত্য।

সদ্য ভাইরাল হল উরফির একটি ভিডিও। যেখানে কালো পোশাক পরে দেখা গিয়েছে তাঁকে। তিনি এমন পোশাক পরে হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে মঞ্চে তাঁকে দেখা যায় অদ্ভুত এক কাণ্ড ঘটাতে। সেখানে নিজের পোশাকে আগুন ধরিয়ে দিলেন নায়িকা।

 

 

আসলে ফলো কর লো ইয়ার নামক একটি শো-তে হাজির হন উরফি। সেখানে শোয়ের ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল। তিনি যে পোশাক পরেছিলেন তাতে শো-র নাম লেখা ছিল। সেই নাম প্রকাশ্যে আনতে গেলে আগুন লাগাতে হবে, এভাবেই পোশাক তৈরি করা হয়। সে কারণে নিজের জামায় আগুন ধরিয়ে দেন উরফি। আর সেই আগুনের তাপ সহ্য করেন সকলের নজর কাড়ার আশায়। এভাবেই ফের প্রচারের আলোয় আসতে নতুন কিছু করলেন নায়িকা। তবে, এবার নিজের জীবনের ঝুঁকি নিলেন উরফি। আর এই ভিডিও মুহূর্তে হল ভাইরাল। যা দেখে একদিকে যেমন অনেকে উরফির সাহসের প্রশংসা করেছেন, তেমনই নিন্দাও করেছেন অনেকে। অনেকের মতে, শুধু মাত্র লাইম লাইটে থাকার জন্য এমন কাজ করা মোটেও উচিত নয়। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী