প্রচারের আলোয় আসতে গিয়ে নিজের গায়ে আগুন ধরালেন উরফি, ভাইরাল হল ভিডিও

ফলো কর লো ইয়ার নামক একটি শো-তে হাজির হন উরফি। সেখানে নিজের জামায় আগুন ধরিয়ে দেন উরফি। আর সেই আগুনের তাপ সহ্য করেন সকলের নজর কাড়ার আশায়।

Sayanita Chakraborty | Published : Aug 23, 2024 1:20 PM IST / Updated: Aug 23 2024, 06:51 PM IST

বরাবরই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন উরফি জাভেদ। সকলের নজর কাড়তে সব সময়ই ঘটিয়ে থাকেন নানান অদ্ভুত কান্ড। বিশেষ করে আজব আজব পোশাক পরে সকলের নজর কাড়েন নায়িকা। বিভিন্ন রকম জিনিস দিয়ে পোশাক তৈরি করে উঠে আসতে চান খবরের শিরোনামে। উরফির এই সকল কর্ম কাণ্ডের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবার প্রচারের আলোয় আসতে নিজের গায়ে আগুন ধরালেন উরফি। অবাক করা হলেও এমনটাই সত্য।

সদ্য ভাইরাল হল উরফির একটি ভিডিও। যেখানে কালো পোশাক পরে দেখা গিয়েছে তাঁকে। তিনি এমন পোশাক পরে হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে মঞ্চে তাঁকে দেখা যায় অদ্ভুত এক কাণ্ড ঘটাতে। সেখানে নিজের পোশাকে আগুন ধরিয়ে দিলেন নায়িকা।

Latest Videos

 

 

আসলে ফলো কর লো ইয়ার নামক একটি শো-তে হাজির হন উরফি। সেখানে শোয়ের ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল। তিনি যে পোশাক পরেছিলেন তাতে শো-র নাম লেখা ছিল। সেই নাম প্রকাশ্যে আনতে গেলে আগুন লাগাতে হবে, এভাবেই পোশাক তৈরি করা হয়। সে কারণে নিজের জামায় আগুন ধরিয়ে দেন উরফি। আর সেই আগুনের তাপ সহ্য করেন সকলের নজর কাড়ার আশায়। এভাবেই ফের প্রচারের আলোয় আসতে নতুন কিছু করলেন নায়িকা। তবে, এবার নিজের জীবনের ঝুঁকি নিলেন উরফি। আর এই ভিডিও মুহূর্তে হল ভাইরাল। যা দেখে একদিকে যেমন অনেকে উরফির সাহসের প্রশংসা করেছেন, তেমনই নিন্দাও করেছেন অনেকে। অনেকের মতে, শুধু মাত্র লাইম লাইটে থাকার জন্য এমন কাজ করা মোটেও উচিত নয়। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

আরও এক হাসপাতালের 'দুর্নীতি কাণ্ড' ফাঁস! যা জানালেন Samik Bhattacharya | BJP Protest | Kolkata |
'আবার নবান্ন অভিযান হবে আর এই অভিযান ১৪ তলায় গিয়েই থামবে' হুঙ্কার Mithun Chakraborty-র
মহামিছিলে জনজোয়ার! 'আর্জি নয়, দাবী কর' রাজপথে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | RG Kar Protest Rally |
আমার স্বামী নির্যাতিতার বিচারের জন্য সবটাই করেছেন : Tala থানার প্রাক্তন OC'র স্ত্রী | RG Kar Case |
'জাস্টিস ফর আরজি কর' ৫ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | Doctors Protest | RG Kar Protest |