এ যেমন স্বর্গের অপ্সরা, সারা বুক জুড়ে শুধুই আলপনা, উরফির বক্ষদেশের চমকে ভিড়মি খেলেন ভক্তরা

অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য সর্বদাই লাইমলাইটে থাকেন উরফি। তবে এবার যেন একটু হটকে। ঠিক যেন স্বর্গের অপ্সরা। লাল টুকটুকে স্কার্টের সঙ্গে শাড়ির আঁচলের মতো করে পরলেন ওড়না। তবে উরফির বক্ষদেশের চমক দেখে ভিড়মি খেলেন ভক্তরা।

 

Web Desk - ANB | Published : Mar 4, 2023 4:15 AM IST
19

অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য সর্বদাই লাইমলাইটে থাকেন উরফি। তবে এবার যেন একটু হটকে। ঠিক যেন স্বর্গের অপ্সরা। লাল টুকটুকে স্কার্টের সঙ্গে শাড়ির আঁচলের মতো করে পরলেন ওড়না। তবে উরফির বক্ষদেশের চমক দেখে ভিড়মি খেলেন ভক্তরা।
 

29

ঠিক যেন স্বর্গের অপ্সরা। কল্পনাকে সত্যি করে দেখালেন উরফি। লাল টুকটুকে স্কার্টের সঙ্গে শাড়ির আঁচলের মতো করে পরলেন ওড়না। তবে উরফির বক্ষদেশের চমক দেখে ভিড়মি খেলেন ভক্তরা।

39


বক্ষযুগল না ঢেকে চমক দিয়েছেন উরফি। সারা বুক জুড়ে আলপনা। এই হটকে পোশাকেই রেড কার্পেটে হাঁটলেন  উরফি জাভেদ। যা দেখে সবাই বলে উঠলেন, আরে এ যে হালফিলের অপ্সরা।

49

উরফিকে অপ্সরার বেশে সাজিয়ে তুলেছিলেন ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ। ফ্যাশন ডিজাইনারের আয়োজিত সন্ধ্যার পার্টিতেই উপস্থিত ছিলেন উরফি জাভেদ। পার্টিতে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তুলেছেন উরফি।

59

ইরফান খানের পুত্র বাবিল খান উচ্ছ্বসিত হয়ে উরফির সাজের প্রশংসা করেন। তাতেই আরও খুশি হয়ে মাথায় মিনে করা স্বর্ণমুকুট চাপিয়ে  পোজ দিয়ে নিলেন তারকা। সত্যিই যেন নিজেকে অপ্সরা ভাবছিলেন উরফি।

69

এ যেন উরফির জীবনে বড় পাওনা। কোনও পোশাকশিল্পীর বানানো পোশাক আগে কোনওদিনই পরেননি উরফি জাভেদ। তবে প্রথমবার এই পোশাক পরে ভীষণভাবে আপ্লুত উরফি।

79

উরফি আনন্দের সঙ্গে জানান,  আবু জানি আমায় এমনভাবে সাজিয়েছেন যাতে নিজেকে খুঁজে পাচ্ছি।  কোনও ফ্যাশন ডিজাইনার আমায় পছন্দসই পোশাক দিতে পারেন না বলেই বরাবর নিজে বানিয়ে পোশাক পরি। এই প্রথমবার অন্যের তৈরি পোশাকে নিজেকে শক্তিশালী বোধ করছি। অনেক ধন্যবাদ।

89

পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ। এমনকী এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে  পড়েন উরফি জাভেদ। 

99

বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos