এবার নিন্দুকদের কড়া জবাব দিতেই এই রাস্তা বেছে নিলেন উরফি। অনাবৃত শরীর, চেন দিয়ে বাঁধা চুল, হাতে হাতকড়া পরেই ভিডিও পোস্ট করেছেন বলি ফ্যাশনিস্তা। বিকিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, এভাবেই দেখতে চান তো আমাকে। নিন নিজের ইচ্ছেপূরণ করে নিন। সুতরাং নিন্দুকদের উদ্দেশ্যেই যে একথা বলেছেন উরফি, তা একক্ষণে সকলেই বুঝে গেছেন। তবে বুদ্ধি করে কারোর নাম নেননি উরফি।