অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উরফির বিরুদ্ধে, বিজেপি নেত্রীর বিরুদ্ধে এবার মহিলা কমিশনে ফ্যাশনিস্তা

পোশাক বিতর্ক এখন অতীত। এবার মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে সরাসরি যুদ্ধঘোষণা করে দিলেন উরফি জাভেদ। এবার চিত্রার বিরুদ্ধে মহারাষ্ট্রের মহিলা কমিশনে পৌঁছে গেলেন উরফি জাভেদ।

 

Web Desk - ANB | Published : Jan 14, 2023 10:00 AM
111

ছোট পোশাকে কিংবা বিকিনি পরে প্রকাশ্য রাস্তাতেই ঘুরে বেড়ান উরফি জাভেদ। রাস্তাতেই নাকি নগ্নতার প্রচার করছেন উরফি,এমনটাই অভিযোগ  তুলেছেন বিজেপির বিধায়ক চিত্রা ওয়াগ। তারপর থেকেই বিতর্ক তুঙ্গে।

211


মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে সরাসরি যুদ্ধঘোষণা করে দিলেন উরফি জাভেদ। এবার চিত্রার বিরুদ্ধে মহারাষ্ট্রের মহিলা কমিশনে পৌঁছে গেলেন উরফি জাভেদ।

311

কমিশনের চেয়ারপার্সন রূপালি চাকণকরের সঙ্গে সাক্ষাতের পর উরফি জানিয়েছেন, চিত্রার মন্তব্যে তার উপর হামলার উস্কানি রয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় চিত্রা বনাম উরফির যুদ্ধ শুরু হয়েছে ।

411

ছোট পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা উরফির মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চার সভাপতি চিত্রা। এমনকী তার গ্রেফতারির দাবিও করেছেন।
 

511

ছোট পোশাকে কিংবা বিকিনি পরে প্রকাশ্য রাস্তাতেই ঘুরে বেড়ান উরফি জাভেদ। রাস্তাতেই নাকি নগ্নতার প্রচার করছেন উরফি, এমনটাই অভিযোগ  তুলেছেন বিজেপির বিধায়ক চিত্রা ওয়াগ। এমনকী ফ্যাশন কুইনের গ্রেফতারিরও দাবি তুলেছেন। 

611

তবে চুপ থাকেননি উরফি জাভেদ। বরং নিজের মতো করেই পাল্টা তোপ দেগেছেন ফ্যাশনিস্তা। সম্প্রতি  কয়েকদিন আগেই নেটদুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন উরফি জাভেদ। যেখানে কালো রঙের অন্তর্বাস পরে দেখা গেছে ফ্যাশনিস্তাকে।

711

অন্তর্বাসের থেকে যেটা সকলের নজর কেড়েছে সেটা হল হাতকড়া। হাতে হাতকড়া পরে ভিডিও পোস্ট করে যোগ্য জবাব দিয়েছেন উরফি। ভিডিও দেখে অনেকেই বলেছেন তবে কি গ্রেফতার হলেন উরফি ।  গত কয়েকদিন ধরেই গ্রেফতারি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। 

811

এবার নিন্দুকদের কড়া জবাব দিতেই এই রাস্তা বেছে নিলেন উরফি। অনাবৃত শরীর, চেন দিয়ে বাঁধা চুল, হাতে হাতকড়া পরেই ভিডিও পোস্ট করেছেন বলি ফ্যাশনিস্তা।  বিকিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, এভাবেই দেখতে চান তো আমাকে। নিন নিজের ইচ্ছেপূরণ করে নিন। সুতরাং নিন্দুকদের উদ্দেশ্যেই যে একথা বলেছেন উরফি, তা একক্ষণে সকলেই বুঝে গেছেন। তবে বুদ্ধি করে কারোর নাম নেননি উরফি।

911

ফের পিঠখোলা পোশাক পরে বিতর্ক উস্কে দিলেন উরফি জাভেদ। সরাসরি বিজেপি নেত্রীকে ট্যাগ করে  ছবি দিয়েছেন ফ্যাশনিস্তা। এবং তার সঙ্গেই লিখেছেন-আই লভ ইউ। উরফি জানান,  শত্রুতার সমাধান হতে পারে রাজনৈতিক মৈত্রীতে। নেত্রীর সঙ্গে ভাব করতে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

1011


উরফির গ্রেফতারির দাবি তোলার পরই তিনি জানান, রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য শুনে তার নিজেকে শেষ করে দিতে মনে হয়। বিজেপিতে যোগ দিয়ে চিত্রার সঙ্গে বন্ধুত্ব পাতাতে চান উরফি সেকথা আগেই জানিয়েছিলেন।  এবং বিতর্ককে উস্কে দিয়ে ফ্যাশনিস্তা লেখেন-বোঝাপড়া বাকি, লেন-দেন বাকি, সঙ্গে জুড়ে দিয়েছেন আমি তোমাকে ভালবাসি।

1111

উরফি জাভেদ বলেছেন, ক্ষমতাসীন দলের সদস্য যখন এই হুমকি দিচ্ছেন তার অর্থ এতে সরকারের সমর্থন রয়েছে। এ ধরনের মন্তব্যে উরফির ক্ষতি হতে পারে। উরফিকে নিয়ে যাতে এই ধরনের মন্তব্য না করেন, সে জন্যই ওয়াঘের বিরুদ্ধে মুম্বই পুলিশের দ্বারস্থ হবো।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos