গায়ে ‘Ok Tested’ স্ট্যাম্প, শরীরে নেই সুতো, নগ্ন হয়ে ফের শিরোনামে উরফি জাভেদ

নেই একটি সুতো পর্যন্ত। এক হাতে ঢেকেছেন স্তন। আর তার সারা গায়ে স্ট্যাম্পের সাহায্যে লেখা ‘Ok Tested’।

অদ্ভুত কর্মকান্ড করে খবরে আসতে পছন্দ করেন উরফি জাভেদ। লাইম লাইটে আসার এটা সব থেকে সহজ পদ্ধতি। সে কারণে প্রায়শই উদ্ভট পোশাক পরে খবরে আসেন উরফি জাভেদ। এবার সকল সীমা পার করলেন নায়িকা। একেবার নগ্ন হয়ে ধরা দিলেন ক্যামেরার সামনে।

সদ্য একটি ভিডিও পোস্ট করেছেন উরফি। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে ‘Ok Tested’ লেখা স্ট্যাম্প মারছে সে নিজের হাতে। তারপর ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন হতেই দেখা গেল বসার ভঙ্গিতে পোজ দিয়েছেন উরফি। সারা শরীর নগ্ন। নেই একটি সুতো পর্যন্ত। এক হাতে ঢেকেছেন স্তন। আর তার সারা গায়ে স্ট্যাম্পের সাহায্যে লেখা ‘Ok Tested’। পায়ে শুধু রয়েছে জুতো। এই ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল। শয় শয় কমেন্টে ভরে গিয়েছে তার পোস্ট। অনেকেই লিখেছেন, তাঁর ক্যামেরা ম্যান বেশ ভাগ্যবান। আবার কেউ কেউ প্রশ্ন করেন কী করে তাঁর ক্যামেরাম্যানের পদ পাওয়া সম্ভব। আবার কেউ লেখেন সীমা লঙ্ঘন করেছে সে। তবে, তাঁর এমন ভিডিও শ্যুটের কোনও প্রশংসা মেলেনি। বরং, উঠেছে নিন্দার ঝড়।

Latest Videos

 

 

এদিকে ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করেন উরফি। এমন সকল অদ্ভুত পোশাক পরেন যা কেউ কোনওদিন কল্পনা করতে পারেন না। অনেক সময় হাত দিয়ে গোপনাঙ্গ ঢেকে ছবি পোস্ট করেছেন বিতর্কের রানি উরফি জাভেদ। তবে, এমন সাহস এই প্রথম দেখালেন তিনি। এবার একেবারে নগ্ন হয়ে তৈরি করলেন ভিডিও। যা পোস্ট করা মাত্র হয়েছে ভাইরাল। উঠেছে নিন্দার ঝড়।

 

আরও পড়ুন

মশকরা করতে গিয়ে বিপাকে মিকা, গায়ককে আইনি নোটিস দিলেন জ্যাকলিনে প্রেমিক সুকেশ

Sherlyn Chopra: আঁটসাঁট অন্তর্বাসে শরীরী উষ্ণতা, সমুদ্রের পাড়ে শার্লিন চোপড়াকে দেখে উত্তাল নেট-মাধ্যম

Shraddha Kapoor: রণবীর কাপুরের পর শ্রদ্ধা কাপুর, অনলাইন বেটিং অ্যাপ-কাণ্ডে অভিনেত্রীর কাছে সমন পাঠাল ইডি

Share this article
click me!

Latest Videos

দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
LIVE: মহাকুম্ভ 2025: মহাকুম্ভের পবিত্র মুহূর্ত দেখুন সরাসরি
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি