এ কী অবস্থা! বিকিনি পরে হাতকড়া হাতে ভাইরাল উরফি, নিন্দুকদের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা

Published : Jan 08, 2023, 09:20 AM ISTUpdated : Jan 08, 2023, 09:21 AM IST

বোল্ডনেসের জন্য সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। তার অদ্ভুত কীর্তির জন্য হামেশাই নজর কাড়েন উরফি। যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। এবার হাতে হাতকড়া পরে বিকিনি লুকে ভাইরাল হলেন উরফি জাভেদ।

PREV
110

বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। দিনকয়েক আগেই ফ্যাশন স্টেটমেন্টের জন্য পুলিশে অভিযোগ দায়ের হয়েছে উরফির নামে।
 

210

খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না।
 

310

যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।   ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। 

410


উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।

510

ছোট পোশাকে কিংবা বিকিনি পরে প্রকাশ্য রাস্তাতেই ঘুরে বেড়ান উরফি জাভেদ। রাস্তাতেই নাকি নগ্নতার প্রচার করছেন উরফি, এমনটাই অভিযোগ  তুলেছেন বিজেপির বিধায়ক চিত্রা ওয়াগ। এমনকী ফ্যাশন কুইনের গ্রেফতারিরও দাবি তুলেছেন। 

610

 তবে চুপ থাকেননি উরফি জাভেদ। বরং নিজের মতো করেই পাল্টা তোপ দেগেছেন ফ্যাশনিস্তা। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ। যেখানে কালো রঙের অন্তর্বাস পরে দেখা গেছে ফ্যাশনিস্তাকে।

710

অন্তর্বাসের থেকে যেটা সকলের নজর কেড়েছে সেটা হল হাতকড়া। হাতে হাতকড়া পরে ভিডিও পোস্ট করে যোগ্য জবাব দিয়েছেন উরফি। ভিডিও দেখে অনেকেই বলেছেন তবে কি গ্রেফতার হলেন উরফি । 

810


আসলে তেমন কিছু নয়।  তার গ্রেফতারি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এবার নিন্দুকদের কড়া জবাব দিতেই এই রাস্তা বেছে নিলেন উরফি। অনাবৃত শরীর, চেন দিয়ে বাঁধা চুল, হাতে হাতকড়া পরেই ভিডিও পোস্ট করেছেন বলি ফ্যাশনিস্তা। 
 

910

বিকিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, এভাবেই দেখতে চান তো আমাকে। নিন নিজের ইচ্ছেপূরণ করে নিন। সুতরাং নিন্দুকদের উদ্দেশ্যেই যে একথা বলেছেন উরফি, তা একক্ষণে সকলেই বুঝে গেছেন। তবে বুদ্ধি করে কারোর নাম নেননি উরফি।

1010


উন্মুক্ত শরীরে নেটপাড়ায় ঘুম কেড়ে নিলেন ফ্যাশনিস্তা উরফি জাভেদ। তবে এতটা শরীর দেখাতে গিয়েই নোংরা কটাক্ষের শিকার হলেন উরফি জাভেদ। মেদহীন শরীরে উরফির শরীরী উষ্ণতায় কুপোকাত হয়েছেন ভক্তরা। বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি। 

click me!

Recommended Stories