আট বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদ চেয়ে আদালতের দারস্থ হলেন উর্মিলা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানার গুঞ্জন। মুম্বই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন বলে জানা গেছে।

খারাপ খবর বলিপাড়ায়। সকাল থেকে এক অভিনেত্রীর বিচ্ছেদের খবরে সরগরম সর্বত্র। নব্বইয়ের দশকের বোল্ড অ্যান্ড সেক্সি অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন উর্মিলা মাতন্ডকর। তবে, অনেক দিন ধরেই অভিনয় জগত থেকে দূরে আছেন। জমিয়ে করছেন সংসার। ২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন আখতার মীরের সঙ্গে উর্মিলার প্রথম দেখা। তারপর বন্ধুত্ব ও প্রেম। ২০১৬ সালে বিয়ে করেন উর্মিলা ও মহসিন। অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু, টিকল না সেই বিয়ে।

বিয়ের ৮ বছর পর দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন নায়িকা। মুসলিম পাত্রকে বিয়ে করে এক সময় বহু কটাক্ষ শুনতে হয়েছিল উর্মিলা। একদিকে ১০ বছরের ব্যবধান। উর্মিলার থেকে প্রায় ১০ বছরের ছোট কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন আখতার মীর। তারওপর ধর্ম ভিন্ন। এই নিয়ে নানান কটাক্ষ শুনতে হয়েছিল উর্মিলাকে। তবে, তিনি কোনও কথাই কানে নেননি। এতদিন সুখে সংসার করছিলেন উর্মিলা ও আখতার মীর। কিন্তু, ভাঙতে চলেছে সেই বিয়ে। প্রায় ৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানতে চলেছেন উর্মিলা ও আখতার মীর। সদ্য মুম্বইয়ের আদালতে মামলা দায়ের হয়েছে।

Latest Videos

এই প্রসঙ্গে জানা গিয়েছে, খুব ভেবেচিন্তেই মহসিনের সঙ্গে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন উর্মিলা। ইতিমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি। পারস্পরিক শর্তে বিবাহবিচ্ছেদ হচ্ছে না। এই বিচ্ছেদের খবরে অবাক হয়েছেন। তবে, এখনও এই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। এখন সময়ের অপেক্ষা। দেখা যায় এই খবর সত্য হয় কি না। 

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury