
Asrani Death News: দিওয়ালির আলোর উৎসব মুহুর্তের মধ্যে ম্লান হয়ে গেলো বি-টাউনে। দীপাবলির রাতেই না ফেরার দেশে বলিউডের জনপ্রিয় কৌতূক অভিনেতা আসরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। অবশেষে দীর্ঘ রোগভোগের পর সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবর্ধন আসরানি। প্রয়াত এই কৌতূক অভিনেতা আসরানির জন্ম তৎকালীন ব্রিটিশ শাসনাধীন রাজস্থানের জয়পুরে। বিনোদন জগতের দীর্ঘ কেরিয়ারে তার ঝুলিতে রয়েছে ৩৫০-রও বেশি সিনেমা। প্রায় পাঁচ দশক ধরে নিজের যোগ্যতা বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি।
৭০-এর দশকের গোড়ার দিকে 'মেরে আপনে' ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করা এই বর্ষীয়ান অভিনেতা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যু আরও অপ্রত্যাশিত। কারণ, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা বার্তা জানান। মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয় বিখ্যাত অভিনেতা আসরানির।
এবছরই ৫০ বছরে পা দিল ভারতীয় সিনেমার ক্লাসিক ছবি 'শোলে' (Sholay)। আর সেই ছবিতে হিটলার-অনুপ্রাণিত পাগলাটে জেলারের চরিত্রে অভিনয় করে আসরানির ভারতীয় দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। যদিও তাঁর স্ক্রিন টাইম ছিল খুবই কম, তবুও তাঁর সেই অভিনয় কিংবদন্তী হয়ে আছে, বিশেষত তাঁর আইকনিক সংলাপ— "হাম আংরেজোকে জামানে কে জেলার হ্যায়"।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।