এবছর অদিতি রাও হায়দারি, উর্বশী রাউতেলা, ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, অনুষ্কা শর্মা, মল্লিকা শেরাওয়াত, মানুসী চিল্লার থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ- হাজির হচ্ছেন এবছর কান ফিল্ম ফেস্টিভ্যাসে। আর ফেস্টিভ্যাসে পা রেখেই ট্রোলিং-র শিকার হলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।