Vicky Kaushal Chhaava: 'ছাবার' ধারে কাছে নেই রণবীর-শাহরুখ, মুক্তির ২৫ দিনেই নয়া রেকর্ড ভিকির ছবির

এ ভাবে চলতে থাকলে খুব শীঘ্রই শাহরুখ-দীপিকার পাঠানের রেকর্ড ছুঁয়ে ফেলবে 'ছাবা'। শুধু তাই নয়, অ্যানিম্যালের রেকর্ডও ভেঙে দিতে পারে ভিকির ছাবা সিনেমা (Chhaava)।

মুম্বই: বক্স অফিস কাঁপাচ্ছে বি-টাউনের এই মুহুর্তের সবথেকে হিট ছবি 'ছাবা'। ভিকি কৌশল (Vicky Kaushyal) অভিনীত এই ছবি মুক্তির একমাসও হয়নি। তার মধ্যে সিনেপ্রেমিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে এই ছবি। মনে করা হচ্ছে, এ ভাবে চলতে থাকলে খুব শীঘ্রই শাহরুখ-দীপিকার পাঠানের রেকর্ড ছুঁয়ে ফেলবে 'ছাবা'। শুধু তাই নয়, অ্যানিম্যালের রেকর্ডও ভেঙে দিতে পারে ভিকির ছাবা সিনেমা (Chhaava)।

জানা গিয়েছে, গত সোমবার পর্যন্ত অর্থাৎ ছাবা মুক্তির ২৫ তম দিনে বক্স অফিসে ৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে এই ছবি। তবে, মঙ্গলবার সেই আয়ের পরিমাণ কমে হয় ৪ কোটি টাকা। বুধবার ৪ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে ছবিটি। আর তাতেই বর্তমানে ভিকি কৌশল অভিনীত ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৩৫ কোটি ৫৫ লাখ টাকায়। এখন দেখার 'পাঠান', 'অ্যানিম্যালের' রেকর্ড ভাঙতে পারে কি না 'ছাবা'। এদিকে সারা বিশ্বে ভিকির ছাবা সিনেমাটি (Bollywood Movie) মোট আয় করেছে ৭২৭ কোটি ২৫ লাখ টাকা। যারফলে ভিকির এই ছবি অ্যানিম্যালের রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।

Latest Videos

শুধু তাই নয়, সারা বিশ্বে আয়ের কালেকশনের নিরিখে এই ছবি ছাপিয়ে গিয়েছে, গদর ২, সঞ্জু, সুলতানের মতোন সিনেমা। সিনেপ্রেমিদের মতে, আর মাত্র ১৮ কোটি টাকা আয় করতে পারলে ভিকি কৌশলের 'ছাবা' সিনেমা ছুঁয়ে ফেলবে রণবীরের রেকর্ড। বলা বাহুল্য টেক্কা দিয়ে দেবে রণবীরকে। এদিকে স্ত্রী ২- (Stree 2)এর আয়কে টপকে যেতে ছাবার এখনও প্রয়োজন ৬২ কোটির আয়। তবে এই সিনেমা খুব তাড়াতাড়ি ছাপিয়ে যাবে পাঠানের রেকর্ড (Entertainment News)।

প্রসঙ্গত,ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা অভিনীত 'ছাবা'(Chhaava)সিনেমাটি পরিচালনা করেছে লক্ষ্ণণ উটেকর। ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর ভূমিকায় ছাবায় দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে (Rashmika Mandana)

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ