একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজয়কে। যেমন 'লাইগার'-ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়, কীভাবে সেই টাকা তার অ্যাকাউন্টে এসেছে। সেই সমস্ত নথিও জমা দিতে বলা হয়েছেন বিজয়কে।ইডি-র আধিকারিকরা তদন্তে নেমে আরও জানতে পেরেছে, দুবাই থেকে এই টাকা এসেছে ছবির তৈরির জন্য। বেশ কিছু রাজনীতিবিদদেরও নাম জড়িয়েছে, যারা কালো টাকা সাদ করতে 'লাইগার'-ছবির জন্য টাকা দিয়েছেন।