লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে কিম কার্দাশিয়ানের উপস্থিতি নজর কাড়ল সকলের। সাদা পোশাকে দেখা গেল তাঁকে।
28
হলিউডের ঝলকানি সাদা পোশাকে কিম কারদাশিয়ান।
38
কিম কারদাশিয়ানের ভিনটেজ পোশাকটি ঘিরে আছে এক ইতিহাস।
48
কিম দীর্ঘদিন ধরে মুগলারের ভক্ত, ২০১৯ সালের মেট গালায় ব্র্যান্ডটির একটি ডিজাইন পরেছিলেন।
58
তা ছবি মুহূর্তে হয়েছে ভাইরাল। যা নজর কেড়েছে সকলের।
68
কিম কার্দাশিয়ান ম্যাচিং ব্লেজার পরেছিলেন। সঙ্গে একটি নেকলেস, আংটি এবং কানের দুল পরেছিলেন।
78
হালকা গোলাপি ব্লাশ এবং ন্যুড লিপস্টিক ব্যবহার করেছিলেন তিনি।
88
অনুষ্ঠানে আরিয়ানা গ্রান্ডে, সেলেনা গোমেজ, নিকোল কিডম্যান, জোয়ি কিং, ডেমি মুর, রুনি মারা, গাল গাদোট এবং সালমা হায়েক উপস্থিত ছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।