কুম্ভ মেলার ভাইরাল মোনালিসাকে সিনেমায় সুযোগ! শেষমেশ ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক নিজেই

Published : Mar 31, 2025, 04:38 PM IST

মহা কুম্ভ মেলায় ভাইরাল হওয়া সুন্দরী মোনালিসাকে সিনেমার সুযোগ দেওয়া পরিচালক সনোজ মিশ্রকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

PREV
16

কুম্ভ মেলায় ভাইরাল হওয়া মোনালিসাকে বলিউড সিনেমায় সুযোগ দেওয়া পরিচালক এখন বিতর্কে।

26
অভিযোগে বলা হয়েছে, অভিনেত্রী হওয়ার সুযোগ চেয়ে আসা এক তরুণীকে প্রতারণা করেছেন পরিচালক।
36
সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে এক গ্রামের মেয়েকে শহরে এনে পরিচালক সনোজ মিশ্র ব্যবহার করেছেন।
46
দিল্লি হাইকোর্ট জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযোগ খারিজ করার মতো যথেষ্ট প্রমাণ পরিচালকের কাছে নেই।
56

দিল্লি হাইকোর্টে সনোজ মিশ্রের আইনজীবী জানান, ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।

66
মোনালিসাকে অভিনয়ের প্রশিক্ষণ দেওয়ার নামে সনোজ মিশ্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
click me!

Recommended Stories