বেজে গিয়েছে বিয়ের সানাই? নতুন বাড়ি খুঁজছেন তামান্না ও তাঁর প্রেমিক
সূত্রের খবর, আগামী বছরই সম্ভবত তারা বিয়ে করছেন।
- FB
- TW
- Linkdin
)
প্রেমের সম্পর্কে থাকা তামান্না ও বিজয় বর্মা শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই তারা বিয়ের তারিখ ঘোষণা করতে পারেন। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি তাদের বিয়ে।
জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলা এই জুটি গত দুই বছর ধরে ডেটিং করছেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, তামান্না ও বিজয় বর্মা নাকি নতুন বাড়ির খোঁজ করছেন।
খবর রয়েছে, তারা নাকি আগামী বছরই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
তবে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে যেমন তারা মুখে কুলুপ এঁটেছেন, তেমনই বিয়ের ব্যাপারেও তারা এখনও পর্যন্ত কিছুই জানাননি।
ই-টাইমস-এর খবর অনুযায়ী, তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এই ব্যাপারে তারকারা নাকি বেশ সিরিয়াসলি কথাবার্তা বলছেন।
২০২৩ সালে 'লাস্ট স্টোরিজ ২'-এর মুক্তির সময় তামান্না ও বিজয় তাদের সম্পর্কের কথা জানান।
এই ওটিটি ছবিটি ছিল একসঙ্গে তাদের প্রথম কাজ। সম্প্রতি বিজয় বর্মা তামান্নার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন এবং জানিয়েছিলেন যে তারা তাদের সম্পর্কের গোপনীয়তা বজায় রাখতে চান।
অন্যদিকে খবর রয়েছে, এই তারকাজুটি নাকি মুম্বইতে তাদের নতুন বাড়ির খোঁজ করছেন। শোনা যাচ্ছে, বলিউডের তারকারা যেখানে থাকেন, সেই পালি হিল এলাকাতেই নাকি তারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন।
তামান্নার আগামী ছবি হল 'সিকান্দার কা মুখন্দার'। নীরজ পাণ্ডে পরিচালিত এই চুরি-থ্রিলারটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।