Urfi Javed: হাত দিয়ে ঢেকেছেন স্তন, পরনে ফুলের স্কার্ট, অদ্ভুত পোশাকে উরফি জাভেদ

উরফি জাভেদ নামটা শুনলেই মনে আছে তাঁর উদ্ভুত সাজ পোশাকের কথা। আজ পর্যন্ত স্বাভাবিক পোশাকে উরফিকে দেখেননি কেউই। সব সময় নিজের উদ্ভুত ফ্যাশন স্টেইটমেন্টের জন্য খবরে আসেন উরফি।

Sayanita Chakraborty | Published : Apr 10, 2023 10:49 AM IST
110

এবারও তার অন্যথা হল না। ফের নিজের অদ্ভুত সাজের কারণে নজর কাড়লেন সকলে। সদ্য ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন উরফি জাভেদ। যেখানে অবশ্যই তাঁর সাজ পোশাক নজর কেড়েছে সকলের। তাঁর এই নতুন পোশাক দেখে মন্তব্য করার ভাষা হারিয়েছেন সকলে।

210

এবার ফুলের সাজে দেখা গেল উরফিকে। ফুল দিয়ে তৈরি করলেন পোশাক। চুলের সাজ থেকে স্কার্ট সবই ছিল ফুলের তৈরি। সম্প্রতি ফুল দিয়ে স্কার্ট তৈরি করে সেই স্কার্ট পরলেন উরফি জাভেদ। কিন্তু, তাঁর উর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত। অবাক হলেও এমন সাজেই দেখা গিয়েছে উরফিকে।

310

নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। শুরুতে দেখা যাচ্ছেস হাতে আলতা দিয়ে নকশা আঁকা দুটি হাত। তারপর ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরতেই দেখা যাচ্ছে উরফিকে। পরনে তাঁর ফুলের সাজ।

410

ফুল দিয়ে তৈরি স্কার্ট পরেছেন উরফি। কিন্তু, উর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত। হাত দিয়ে ঢেকেছেন স্তন। গলার কাছে একটি বড় মাপের লকেট আটকানো। যা দেখে ভিড়মি খেয়েছেন দর্শকেরা। এমন সাজে উরফিকে দেখা যাতে তা কেউ আশা করেননি।

510

এর সঙ্গে চুল ছিল টপ নট করা। তার পর ফুল আটকে ছিলেন উরফি। আর পনিটেল একদিকের কাঁধে ফেলা ছিল। চুলের সাজ সুন্দর থাকলেও পোশাক ছিল অদ্ভুত। সব সময়ই ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করেন উরফি। এবারও সেই পথে হাঁটলেন তিনি।

610

ফুলের সাজের সঙ্গে মানানসই মেকআপে দেখা গিয়েছিল উরফি জাভেদকে। ঠোঁটে ছিল গোলাপী লিপ স্টিক। চোখে শ্যাডো আর গাড় করে পরেছিলেন কাজল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে।

710

এদিকে কদিন আগে বেগুনি পোশাকে দেখা যায় উরফিকে। সেই পোশাকটিও ছিল অদ্ভুত। পেট পর্যন্ত ফাঁকা ছিল পোশাক। স্তুন ছিল শুধু ঢাকা। এই শর্ট ড্রেসের সঙ্গে হাই হিল পরেছিলেন উরফি জাভেদ।

810

সম্প্রতি নিজের জীবনের কথা জানান উরফি। বলেন, আমি যখন মাত্র ১৫ বছরের, তখন কেউ বা কারা পর্ন সাইটে আমার ছবি পোস্ট করে দেন। এরপর শুরু হয় তাঁর জীবনের লড়াই। ঘটনার পর তাঁর বাবা তাঁকে মারধর করত। সেই মারধর থেকে বাঁচতে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

910

তারপর লখনউ-এ একটি ভাড়া বাড়িতে থাকতেন। টিউশন পড়িয়ে ভাড়া দিতেন। সেখান থেকে দিল্লিতে বন্ধুর ফ্ল্যাটে যায় উরফি। কল সেন্টারে কাজ করতে। পরে মুম্বই আসা। সেখানে অডিশন দিতে শুরু করে। এভাবে ফিল্মি দুনিয়ায় আসা উরফির।

1010

অধিকাংশের মতে উরফি খারাপ মেয়ে। কিন্তু, তাঁর জীবনের পিছনে রয়েছে কঠিন কাহিনি। এক প্রকার দুঃখে কেটেছে তাঁর জীবন। এমনই জানান উরফি জাভেদ।

Share this Photo Gallery
click me!

Latest Videos