সম্প্রতি অনুষ্ঠিত হল পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড। যেখানে জাহ্নবী থেকে আয়ুষ্মান খুরানা, জাভেদ জাফরি থেকে শেহনাজ গিল- উপস্থিত ছিলেন সকলে। দেখে নিন কেমন সাজে কে হাজির হলেন এই দিন।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে লাল রঙের পোশাকে হাজির হন কিয়ারা আডবানি। লাল পোশাকে এদিন তাঁর গ্ল্যামার নজর কেড়েছিল সকলের। লাল পোশাকের সঙ্গে হালকা মেকআপ আর টপ নট করে হাজির হন কিয়ারা।
218
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন দিশা পাটানি। সিলভার রঙের পোশাক পরেন তিনি। সঙ্গে হাইহিল। দিশার আকর্ষণীয় চেহারা এদিন নজর কেড়েছিল সকলের।
318
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন বনি কাপুর। এদিন তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করে অনুষ্ঠানে।
418
সাদা পোশাকে উপস্থিত হন নোরা ফতেহি। এদিন তাঁর পোশাক সকলের নজর কেড়েছিল।
518
ছিলেন শারদ কেলকার। এই দিন তিনি লাভ করেন বিশেষ সম্মান।
618
সাদা ট্রাউজার আর শার্ট। ওপরে সারা জ্যাকেট পরে হাজির হন আয়ুষ্মান খুরানা। চোখে ছিল স্টাইলিশ একটি চশমা।
718
হবুদ পোশাকে উপস্থিত হন জাহ্নবী। পায়ে ছিল গোল্ডেন স্টিলেটো। এদিন তাঁর পোশাক নজর কেড়েছিল সকলের।
818
ছিলেন অর্জুন কাপুরও। তবে, একাই উপস্থিত হন পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কালো পোশাক আর কালো সানগ্লাসে দেখা যায় তাঁকে।
918
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে ছিলেন করণ কুন্দ্রা। তাঁকেও দেখা যায় কালো রঙের পোশাকে। এদিন তাঁর ট্রাউজার নজর কাড়ে সকলের।
1018
সাদা গাউনে পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সকলের নজর কাড়েন পুজা হেগড়ে। বর্তমানে ছবি কিসিকি ভাই কিসি কি জান- ছবি নিয়ে খবরে রয়েছেন নায়িকা।
1118
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন শেহনাজ গিল। লাল শর্ট ড্রেসের সঙ্গে লাল কোট টিমআপ করেন। এদিন তাঁর লুক সকলের নজর কেড়েছিল।
1218
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন কার্তিক আরিয়েন। মোস্ট স্টাইলিশ এন্টারটেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান তিনি।
1318
উপস্থিত ছিলেন বাবিল। তিনি সুপার স্টাইলিং রাইজিং স্টার অ্যাওয়ার্ড পান এই অনুষ্ঠানে।
1418
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন থেকে রূপোলি পর্দার নানান তারকারা। এদিন বসেছিল চাঁদের হাট।
1518
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের একাধিক ব্যক্তিরা। স্ত্রীর উপস্থিত হন তারা।