Box Office Collection: সোমবার বিরাট পতন, জেনে নিন পঞ্চম দিনে কত কোটি আয় করল 'ওয়ার ২'

Published : Aug 19, 2025, 09:58 AM IST
war 2 ott release where to watch hrithik roshan jr ntr action film

সংক্ষিপ্ত

মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে ওয়ার ২ । প্রথম সপ্তাহান্তে ওয়ার ২ আয় করেছে ১৮৩.২৫ কোটি টাকা। দুর্বল গল্পের জন্য সমালোচিত হলেও, ওয়ার ২ এর আয় এখনও নজর কাড়ছে সকলের।

ছবির ঘোষণা হওয়ার পর থেকেই খবরে ওয়ার ২। মুক্তির পর জমিয়ে ব্যবসা করেছে ছবিটি। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর তাঁদের ছবি মুক্তির পর থেকে ছবির আয় গড়ে চলেছে রেকর্ড। প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৫২ কোটি টাকা। দ্বিতীয় দিনে ছবিটি আয় করেছিল ৫৭.৩৫ কোটি টাকা। তৃতীয় দিন ছিল শনিবার। তৃতীয় দিনে ছবিটি আয় করেছিল ৩৩.২৫ কোটি টাকা। চতুর্থ দিন অর্থাৎ রবিবার দিনে ছবিটি আয় করেছিল ৩২.১৫ কোটি টাকা। পঞ্চম দিনে ছবিটি আয় করেছিল ৮.৫০ কোটি টাকা। আপাতত ছবির মোট আয় ১৮৩.২৫ কোটি টাকা।

পঞ্চম দিনে বেশ খানিকটা কমে গেল ওয়ার ২ ছবির আয়। ছবির শুরুতে বেশ ভালো ছিল আয়। ছবির উপস্থাপনাও ছিল নজর কাড়া। কিন্তু বিষয় বস্তুও দিক থেকে ছবিটি দর্শক মনে স্থান পায়নি বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য করেছেন অনেকে।

এক ব্যবহারকারী লেখেন, ছবিটির শুরুটা বেশ ভালো ছিল, তবুও বিষয়বস্তুর দিক থেকে এটা দর্শকদ মন জয় করতে ব্যর্থ হয়েছে। একজন লেখেন, ছবিটি হয়তো বড় হিট হতে পারত কিন্তু গল্প খুবই দুর্বল। ধারাবাহিক এবং দীর্ঘ অ্যাকশন দৃশ্য দর্শকদের ক্লান্ত করে তুলেছিল, যার কারণে মানসিক সংযোগ স্থাপন করা যায়নি। আবার বিশেষজ্ঞদের মতে, ওয়ার ২-র গল্প যদি আরও শক্তিশালী হত, তাহলে এটি সহজেই ৩০০ কোটির ক্লাবে যোগ পৌঁছে যেতে পারত। এখনও ছবিটার আয় দ্বিতীয় সপ্তাহের পারফরম্যান্স ওপর নির্ভর করবে।

এদিকে একই দিনে মুক্তি পেয়েছে রজনীকান্তের কুলি। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে ‘কুলি’ রেকর্ড গড়েছে। ‘ওয়ার ২’ ছবির থেকে প্রায় ১৫-২০ কোটি এগিয়ে থাকা এই ছবিটি, প্রথম সপ্তাহান্তে আয় কিছুটা কমলেও, দুর্দান্ত আয়ের সঙ্গে ২০০ কোটির গণ্ডি পার করবে বলে আশা করা হচ্ছে। ‘কুলি’ ছবিটি প্রথম দিনে ৬৫ কোটি আয় করে রেকর্ড গড়ে। দ্বিতীয় দিনে ১৫.৭৭% কমে ৫৪.৭৫ কোটি আয় করে। তৃতীয় দিনে ৩৯.৫ কোটি আয় করে ২৭.৮৫ কোটি কমে। তবে, স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, চতুর্থ দিন রবিবার ছবিটি ৩৫ কোটি আয় করেছে। এর ফলে, চার দিনে ‘কুলি’ মোট ১৯৪.২৫ কোটি আয় করেছে, ২০০ কোটির ক্লাবে ঢুকতে মাত্র ৫.৭৫ কোটি বাকি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা