রাতের পর রাত ঘুমাতে পারেনি, বন্ধ ছিল খাওয়া-দাওয়াও! কী হয়েছিল রবিনার সঙ্গে?

Published : Jan 24, 2026, 03:28 PM IST
raveena tandon

সংক্ষিপ্ত

রাতের পর রাত ঘুমাতে পারেনি, বন্ধ ছিল খাওয়া-দাওয়াও! কী হয়েছিল রবিনার সঙ্গে?

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। কখনও সেই কৌতূহল সীমা ছাড়িয়ে যায় গুজবে। যার খেসারত দিতে হয় অভিনেতা-অভিনেত্রীদেরই। তেমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। একটি ভুয়ো খবরে একসময় রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর, অপ্রস্তুতে পড়েছিলেন তাঁর মা-বাবাও। ঘটনাটি বহু বছর আগের। একদিন হঠাৎ একটি ম্যাগাজ়িনে নিজের সম্পর্কে লেখা পড়ে চমকে যান রবিনা। 

সেখানে দাবি করা হয়েছিল, প্রতিদিন এক ‘ফর্সা সুদর্শন যুবক’ তাঁকে শুটিংয়ে পৌঁছে দিচ্ছেন। অথচ সেই যুবক ছিলেন তাঁর নিজের ভাই। সত্যতা যাচাই না করেই ভাইকেই প্রেমিক বানিয়ে ফেলেছিল ম্যাগাজ়িনটি। রবিনা জানান, “কেউ একবারও আমাকে জিজ্ঞেস করেনি। আমার ভাইকে প্রেমিক ভেবে লেখা হয়েছিল। আমি প্রচণ্ড অপমানিত বোধ করেছিলাম।

 আমার মা-বাবা খুব ভেঙে পড়েছিলেন। খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। আমিও রাতে ঘুমোতে পারতাম না।” শুধু এই ঘটনাই নয়, বারবার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এক সময় ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো ছিল, অভিনেতা অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে রয়েছেন রবিনা। দু’জন একসঙ্গে ছবিও করেছিলেন। পরে শোনা যায়, করিশ্মা কপূরের জন্য নাকি রবিনার সঙ্গে দূরত্ব তৈরি করেন অজয়। যদিও এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। রবিনার কথায় স্পষ্ট, গ্ল্যামারের আড়ালে তারকাদের জীবনও যে কতটা সংবেদনশীল, তা অনেক সময় বোঝা যায় না। সামান্য গুজবও যে কত বড় মানসিক যন্ত্রণার কারণ হতে পারে, তাঁর অভিজ্ঞতাই তার প্রমাণ।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?