‘ছোট ক্যাটরিনা’ বলেই যার প্রকাশ ঘটিয়েছিল বলিউড, আদতে কে ছিলেন এই তুনিশা শর্মা?

‘ফিতুর’ সিনেমায় ছোট্ট ‘ফিরদৌস’-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তুনিশা। বিদ্যা বালান অভিনীত ‘কাহানি ২’ সিনেমার পোস্টারেও দেখা গিয়েছিল ছোট্ট তুনিশাকে।

Web Desk - ANB | Published : Dec 27, 2022 1:42 PM IST / Updated: Dec 27 2022, 07:38 PM IST
112
চণ্ডীগড়ে জন্ম হয়েছিল ফুটফুটে তুনিশা শর্মার

২০০২ সালের ৪ জানুয়ারি পঞ্জাব হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে জন্ম হয়েছিল ফুটফুটে কন্যা তুনিশা শর্মার। তাঁর মায়ের নাম বনিতা শর্মা।  খুব অল্প বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন তিনি। এরপর শুধুমাত্র মায়ের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন খ্যাতনামা অভিনেত্রী হয়ে।
 

212
২০১৫ সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন

তিনি ২০১৫ সালে চাঁদ কাওয়ার চরিত্রে ‘ভারত কা বীর পুত্র - মহারানা প্রতাপ’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ‘চক্রবর্তী অশোক সম্রাট’-এ রাজকুমারী অহঙ্কার-এর চরিত্রে, ‘ইশক সুবহান আল্লাহ’-তে ‘জারা/বাবলি’ এবং ‘ইন্টারনেট ওয়ালা লাভ’-এ ‘আধ্যা ভার্মা’-র চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত হয়েছিলেন।

312
‘ফিতুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ

‘ফিতুর’ সিনেমায় ছোট্ট ‘ফিরদৌস’-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তুনিশা। এরপর ‘বার বার দেখো’-তে ছোট্ট ‘দিয়া’ চরিত্রে অভিনয় করেন। এই দুটি চরিত্রেই বড় বয়সের ক্ষেত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁরই ছোট সংস্করণ হিসেবে দেখানো হয়েছিল তুনিশা শর্মাকে। 
 

412
‘কাহানি ২’ ছবিতে তাঁর চরিত্রটির নাম ছিল ‘মিনি’

বিদ্যা বালান অভিনীত ‘কাহানি ২’ সিনেমার পোস্টারেও দেখা গিয়েছিল ছোট্ট তুনিশাকে। এই ছবিতে তাঁর চরিত্রটির নাম ছিল ‘মিনি’।

512
‘ইন্টারনেট ওয়ালা লাভ’ ধারাবাহিকে আধ্যা ভার্মার চরিত্রে অভিনয় করেন

২০১৭ সালে, তুনিশা শর্মা ‘শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং’ ধারাবাহিকে ‘মেহতাব কৌর’-এর ভূমিকায় অভিনয় করেন। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত, তিনি কালারস টিভির ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ ধারাবাহিকে আধ্যা ভার্মার চরিত্রে অভিনয় করেছেন।
 

612
‘হিরো: গায়াব মোড অন’-এর সিজন ২-এ অদিতি হিসেবে দেখা গিয়েছিল

২০১৯ সালে, তিনি জি টিভির ‘ইশক সুবহান আল্লাহ’-তে ‘জারা’ বা ‘বাবলি’-র চরিত্রে উপস্থিত হয়েছিলেন। ২০২১ সালে, তাঁকে এসএবি টিভির ‘হিরো: গায়াব মোড অন’-এর সিজন ২-এ এএসপি অদিতি হিসেবে দেখা গিয়েছিল।
 

712
‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ প্রধান ভূমিকায় ছিলেন তিনি

চলতি বছর, অর্থাৎ ২০২২ সালে, তিনি অভিনেতা শিজান মোহাম্মদ খানের বিপরীতে সোনি এসএবি-র শো ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ প্রধান ভূমিকায় অভিনয় করছিলেন।
 

812
উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ

২০২২ সাল, অর্থাৎ তাঁর জন্মের ২০ বছর পরেই তাঁর জীবনে ঘনিয়ে আসে চূড়ান্ত সময়। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এর সেটে অভিনেতা শিজানের মেক আপ রুমের ভেতর থেকে উদ্ধার হয় অভিনেত্রী তুনিশার ঝুলন্ত দেহ।
 

912
কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন

২৪ ডিসেম্বর, তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করার পর তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৎক্ষণাৎ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
 

1012
প্রেমিক শিজান খানের বিরুদ্ধে FIR

তাঁর মৃত্যুর পর তাঁর প্রেমিক শিজান খানের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়ার অভিযোগ তুলে FIR দায়ের করেন তুনিশার মা বনিতা শর্মা।

1112
"তুনিশাকেও কয়েক মাস ধরে ‘ব্যবহার’ করছিলেন প্রেমিক"

তাঁর বান্ধবী রায়া লাবিব অভিযোগ করেছেন যে, যৌন লালসার জন্য অন্যান্য অনেক প্রেমিকার মতো তুনিশাকেও কয়েক মাস ধরে ‘ব্যবহার’ করছিলেন প্রেমিক শিজান খান। 

1212
শোকস্তব্ধ শিল্পীমহল

২৭ ডিসেম্বর আলিবাবা ধারাবাহিকের সেট পর্যবেক্ষণ করে ফরেনসিক বিশেষজ্ঞ দল। তুনিশার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে, অভিনেত্রীর চলে যাওয়ার কারণে শোকস্তব্ধ হয়ে পড়েছে বলিউডের শিল্পীমহল।

Share this Photo Gallery
click me!

Latest Videos