প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসরের ঘোষণা করে অরিজিৎ সিং সবাইকে চমকে দিয়েছেন। এই খবর শোনার পর ভক্তরা বেশ হতাশ। এবার তিনি নিজেই সামনে এসে জানালেন কেন তিনি প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী।
হঠাৎ প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসরের ঘোষণা অরিজিৎ সিং-এর
বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। এই খবরে তাঁর অগণিত ভক্ত এবং সঙ্গীত জগতের অনেকেই হতবাক ও হতাশ হয়েছেন।
25
কেন গান ছাড়ছেন অরিজিৎ?
অরিজিৎ নিজেই জানিয়েছেন সে কথা। পোস্টে জানালেন আসল কারণ, বললেন একঘেয়েমি আর নতুন কিছু করার ইচ্ছেই মূল কারণ। তিনি খুব সহজে বোর হয়ে যান এবং নতুন ধরনের সঙ্গীত সৃষ্টি করতে চান। নতুন গায়কদের সুযোগ করে দেওয়াও তাঁর এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেছেন।
35
গান ছাড়লেও সঙ্গীত থেকে দূরে যাচ্ছেন না অরিজিৎ
প্লেব্যাক ছাড়লেও অরিজিৎ সঙ্গীত ছাড়ছেন না। এবার মন দেবেন ক্লাসিক্যাল মিউজিকে, শুরু করবেন নতুন যাত্রা। জানা গিয়েছে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ফিরে যেতে চান এবং একজন শিল্পী হিসেবে নতুন করে নিজের যাত্রা শুরু করার পরিকল্পনা করেছেন।
'আশিকি ২'-এর 'তুম হি হো' থেকে 'কেশরিয়া', অসংখ্য হিট গান উপহার দিয়েছেন অরিজিৎ। দুবার জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি। তাঁর এই সফর সত্যিই অনুপ্রেরণাদায়ক।
55
অরিজিতের অবসরের ঘোষণায় সঙ্গীত জগতে তোলপাড়
কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় অরিজিৎ সিং-এর অবসরের ঘোষণায় গোটা মিউজিক ইন্ডাস্ট্রি হতবাক। তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা প্রকাশ করছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।