Arijit Singh: স্টেজে উঠেই মাথা নোয়ালেন রণবীর, দেখুন অরিজিতের ‘অ্যানিম্যাল’-যুগলবন্দি

স্টেজে উঠেই মাথা নত করলেন অভিনেতা রণবীর কাপুর। তাঁর বিপরীতে মেঝেতে মাথা ঠেকিয়ে অবনত হলেন অরিজিৎ সিং-ও। দুই নক্ষত্রের উজ্জ্বল সমারোহে গলা ছেড়ে চিৎকার করে উঠলেন দর্শক এবং শ্রোতামণ্ডলী।

Share this Video

তারায় তারায় ভরে উঠল চণ্ডীগড়ের সঙ্গীত সম্মেলন। অরিজিত আর রণবীর, ভারতের দুই প্রাণপ্রিয় নক্ষত্রকে দেখে বাঁধ ভেঙে বইল ভক্তদের উচ্ছ্বাস। আর, স্টেজে উঠেই মাথা নত করলেন অভিনেতা রণবীর কাপুর। তাঁর বিপরীতে মেঝেতে মাথা ঠেকিয়ে অবনত হলেন অরিজিৎ সিং-ও। অরিজিতের গলায় 'চান্না মেরেআ' গানে সমস্ত শ্রোতাদের মতোই একেবারে বিভোর হয়ে গেলেন রণবীর কাপুর। অ্যানিম্যাল সিনেমার 'সাতরঙ্গ' গানেও দেখা গেল তাঁর উদাত্ত উন্মাদনা। দুই নক্ষত্রের উজ্জ্বল সমারোহে গলা ছেড়ে চিৎকার করে উঠলেন দর্শক এবং শ্রোতামণ্ডলী।

Related Video