কেন একসঙ্গে ছবি করেননি আল্লু অর্জুন ও রাজামৌলি? কারণ জানলে হতবাক হবেন

Published : Sep 19, 2024, 08:32 PM IST

কেন একসঙ্গে ছবি করেননি আল্লু অর্জুন ও রাজামৌলি? কারণ জানলে হতবাক হবেন 

PREV
15
কেন একসঙ্গে ছবি করেননি আল্লু অর্জুন ও রাজামৌলি?

টলিউডের স্তরকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন পরিচালক রাজামৌলি। তিনিই প্রথম তেলেগু ছবিকে অস্কারের মঞ্চে পৌঁছে দিয়েছেন। তেলেগু নায়কদের প্যান ইন্ডিয়া স্তরে শীর্ষস্থানীয় করে তুলেছেন তিনি। টলিউডের প্রায় সকল তারকার সাথেই কাজ করেছেন তিনি। তাহলে আল্লু অর্জুনের সাথে কেন এখনো কোনো ছবি করেননি? 
 

25
কেন একসঙ্গে ছবি করেননি আল্লু অর্জুন ও রাজামৌলি?

রাজামৌলির সাথে যারা এখনো কাজ করেননি, তাদের মধ্যে শীর্ষ সারির নায়কদের মধ্যে আছেন কেবল পবন কল্যাণ এবং আল্লু অর্জুন। চিরঞ্জীবী অবশ্য 'আচার্য' ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করে রাজামৌলির ছবিতে অভিনয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

শোনা যায়, পবন কল্যাণের সাথে ছবি করার ইচ্ছা থাকলেও, সেই প্রকল্পটি বাতিল হয়ে যায়। রাজামৌলির সাথে যারা এখনো কাজ করেননি, তাদের মধ্যে আরেকজন হলেন আল্লু অর্জুন। টলিউডে বানির কত বড় তারকা তা সকলেরই জানা।

35
কেন একসঙ্গে ছবি করেননি আল্লু অর্জুন ও রাজামৌলি?

শোনা যায়, 'বাহুবলী'র পর আল্লু অর্জুনের সাথে ছবি করার চেষ্টা করেছিলেন রাজামৌলি। কিন্তু তা কার্যকর হয়নি। শুধু তাই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও গুঞ্জন, তামিল তারকা অজিত, আল্লু অর্জুনকে নিয়ে একটি মাল্টিস্টারার ছবির পরিকল্পনা করেছিলেন।

কিন্তু তাও কার্যকর না হওয়ায়, তিনি 'আরআরআর' ছবিটি তৈরি করেন। শোনা যায়, এরপরও বানির সাথে ছবি করতে চেয়েছিলেন রাজামৌলি। কিন্তু কোনো এক অজানা কারণে তা আর হয়ে ওঠেনি।
 

45
কেন একসঙ্গে ছবি করেননি আল্লু অর্জুন ও রাজামৌলি?

মহেশ বাবুকে নিয়ে এই ছবিটি যদি সফল হন, তাহলে টলিউড হলিউডে নিজেদের স্থান পাকাপোক্ত করতে পারবে। ইতিমধ্যেই ভারতীয় ছবি বলতে টলিউডের নামই এগিয়ে।

হলিউডেও তেলেগু ছবি এবং ভারতীয় ছবির পরিচয় তৈরি করে ভারতীয় ছবির জন্য অস্কারের দরজা খুলে যেতে পারে। 

দেখার বিষয়, মহেশ বাবুর ছবি সেই গৌরব অর্জন করতে পারে কিনা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি মহেশ বাবুকে সম্পূর্ণ বদলে যাওয়া রূপে দেখা গেছে। 
 

55
কেন একসঙ্গে ছবি করেননি আল্লু অর্জুন ও রাজামৌলি?

বানি ও জక్కান্নার ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। 'পুষ্পা ২' যদি বক্স অফিসে धमाকা করতে পারে, তাহলে বানিকে নিয়ে আরও বড় পরিসরে ছবি করার কথা ভাবতে পারেন রাজামৌলি। তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। ভক্তরা অবশ্য আশা ছাড়ছেন না, হয়তো আগামী পাঁচ বছরের মধ্যেই এই জুটির ছবি দেখা যাবে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories