আল্লু অর্জুনকে দেখতে গিয়ে হুড়োহুড়ি, 'পুষ্পা ২' প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, আহত ৯ বছরের শিশু

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে মৃত্যু হয় এক মহিলার। পদপিষ্ট হয়ে গুরুতর আহত তাঁর নয় বছরের পুত্র। অল্লু অর্জুনের উপস্থিতিতে উত্তেজনা ছিল তুঙ্গে।

 

খবরে পুষ্পা -২। দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল ছবিটি। ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে দর্শক মনে উত্তেজনা ছিল বহুদিনের। সদ্য হায়দরাবাদে অনুষ্ঠিত হল ‘পুষ্পা ২: দ্য রুল’ -র প্রিমিয়ার। সেখানে এসেছিলেন অভিনেতা অল্লু অর্জুন। রাত সাড়ে ১০টা নাগাদ এসেছিলেন অভিনেতা। তাঁর আগমন হয়েছিল হঠাৎ। সে কারণে হুড়োহুড়ি অন্তর ছিল না। ভিজডে চাপে ভেঙে যায় প্রেক্ষাগের মূল প্রবেশ পথ। লোহার গেট ভেঙে যায় বলে খবর। লাঠিচার্জ করেও জনতাকে সামাল দিতে পারছিল না পুলিশ। এই সময় ঘটে অঘটন।

Latest Videos

পুলিশ সূত্রের খবর, হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক পঁয়ত্রিশের মহিলার। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন তাঁর নয় বছরের পুত্র। জানা গিয়েছে, মৃতার নাম রেবতী। তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে প্রিমিয়ারে গিয়েছিল। ছবি দেখার সঙ্গে অভিনেতাকে দেখার জন্যও ভিড় জমেছিল সেখানে। আর দর্শকদের হুড়োহুড়িই কাল হল। হুড়োহুড়িতেই পদপিষ্ঠ হলেন এক মহিলা। আহত তাঁর ছেলেও।

এদিকে সদ্য মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবির প্রধান চরিত্রে আল্লু অর্জুন। আছেন রশ্মিকা মান্দানা। শুধু তেলেগু দর্শকই নয় সমগ্র দেশের দর্শকেরা অপেক্ষায় ছিলেন এই ছবির। ফাহাদ ফাসিল, জগপতি বাবু, সুনীল, রাও রমেশ, অনুসূয়াকে দেখা গিয়েছে ছবিতে। মৈত্রী মুভি মেকারস প্রযোজিত এই ছবি। যা আজ বৃহস্পতিবার মুক্তি পেল। ছবিটি নিয়ে দর্শকদের ব্যাপক প্রতাশার তৈরি হয়েছিল বহুদিন ধরে। ছবির প্রি বুকিং থেকে স্পষ্ট সে কথা। এখন দেখা ছবিটি দর্শক মনে কতটা স্থান পেতে পারে।

 

Share this article
click me!

Latest Videos

Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি
Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy