আল্লু অর্জুনকে দেখতে গিয়ে হুড়োহুড়ি, 'পুষ্পা ২' প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, আহত ৯ বছরের শিশু

Published : Dec 05, 2024, 01:13 PM IST
allu arjun pushpa 2 twitter review in hindi

সংক্ষিপ্ত

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে মৃত্যু হয় এক মহিলার। পদপিষ্ট হয়ে গুরুতর আহত তাঁর নয় বছরের পুত্র। অল্লু অর্জুনের উপস্থিতিতে উত্তেজনা ছিল তুঙ্গে।

 

খবরে পুষ্পা -২। দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল ছবিটি। ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে দর্শক মনে উত্তেজনা ছিল বহুদিনের। সদ্য হায়দরাবাদে অনুষ্ঠিত হল ‘পুষ্পা ২: দ্য রুল’ -র প্রিমিয়ার। সেখানে এসেছিলেন অভিনেতা অল্লু অর্জুন। রাত সাড়ে ১০টা নাগাদ এসেছিলেন অভিনেতা। তাঁর আগমন হয়েছিল হঠাৎ। সে কারণে হুড়োহুড়ি অন্তর ছিল না। ভিজডে চাপে ভেঙে যায় প্রেক্ষাগের মূল প্রবেশ পথ। লোহার গেট ভেঙে যায় বলে খবর। লাঠিচার্জ করেও জনতাকে সামাল দিতে পারছিল না পুলিশ। এই সময় ঘটে অঘটন।

পুলিশ সূত্রের খবর, হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক পঁয়ত্রিশের মহিলার। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন তাঁর নয় বছরের পুত্র। জানা গিয়েছে, মৃতার নাম রেবতী। তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে প্রিমিয়ারে গিয়েছিল। ছবি দেখার সঙ্গে অভিনেতাকে দেখার জন্যও ভিড় জমেছিল সেখানে। আর দর্শকদের হুড়োহুড়িই কাল হল। হুড়োহুড়িতেই পদপিষ্ঠ হলেন এক মহিলা। আহত তাঁর ছেলেও।

এদিকে সদ্য মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবির প্রধান চরিত্রে আল্লু অর্জুন। আছেন রশ্মিকা মান্দানা। শুধু তেলেগু দর্শকই নয় সমগ্র দেশের দর্শকেরা অপেক্ষায় ছিলেন এই ছবির। ফাহাদ ফাসিল, জগপতি বাবু, সুনীল, রাও রমেশ, অনুসূয়াকে দেখা গিয়েছে ছবিতে। মৈত্রী মুভি মেকারস প্রযোজিত এই ছবি। যা আজ বৃহস্পতিবার মুক্তি পেল। ছবিটি নিয়ে দর্শকদের ব্যাপক প্রতাশার তৈরি হয়েছিল বহুদিন ধরে। ছবির প্রি বুকিং থেকে স্পষ্ট সে কথা। এখন দেখা ছবিটি দর্শক মনে কতটা স্থান পেতে পারে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?