Women's day 2025: বলিউডের ৮ সিঙ্গল মাদার, একা হাতেই সামলাচ্ছেন সব!

Published : Mar 08, 2025, 01:06 PM IST

নারী দিবসে জানুন সেই বলি অভিনেত্রীদের কথা, যারা সিঙ্গল মাদার হয়েও নিজেদের সন্তানদের মানুষ করছেন। তালিকায় রয়েছেন কারিশমা কাপুর, সুস্মিতা সেন, অমৃতা সিংয়ের মতো তারকারা।

PREV
19
উইমেনস ডে ২০২৫ উপলক্ষ্যে বলিউডের সেই তারকাদের কথা আলোচনা করা হল, যারা একা হাতেই তাদের সন্তানদের মানুষ করছেন।
29

পুনম ধিলোঁ তার স্বামীর থেকে আলাদা হওয়ার পর একাই তার দুই সন্তানকে মানুষ করেছেন।

49

সইফ আলি খানের থেকে আলাদা হওয়ার পর অমৃতা সিং একাই তার দুই সন্তানকে মানুষ করেছেন।

59
সুস্মিতা সেন একাই তার দুই মেয়েকে মানুষ করছেন। তার বড় মেয়ে রিনি সেনের সিনেমায় আগ্রহ রয়েছে।
69
আরবাজ খানের থেকে আলাদা হওয়ার পর মালাইকা আরোরা একাই ছেলে আরহান খানকে মানুষ করছেন।
79
পূজা বেদিও তার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছেন। পূজা একাই তার দুই সন্তানকে মানুষ করছেন।
89
দুবার বিয়ে হওয়ার পরেও শ্বেতা তিওয়ারি একা হাতেই তার দুই সন্তানকে মানুষ করছেন।
99
নীনা গুপ্তা বিয়ে না করেই মা হয়েছিলেন। তিনি একাই তার মেয়ে মাসাবাকে মানুষ করেছেন।
click me!

Recommended Stories