সাইয়ারা, কান্তারা ২, এবং ছাবার মতো ছবি এবছরে বক্স অফিসে ঝড় তুলেছে। এই ছবি দিয়ে দর্শক মনে স্থান পেয়েছে একাধিক তারকা। দেখে নিন কোন কোন তারকা নজর কেড়েছে চলতি বছরে।
চলতি বছরে চর্চার শীর্ষে ছিল আহান পাণ্ডে। সাইয়ারা ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন আহান পাণ্ডে। আর প্রথম ছবিই সুপার ডুপার হিট। ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের। দর্শকদের থেকে পেয়েছেন প্রচুর ভালোবাসা।
210
ইশান খট্টর
চলতি বছর ইশান খট্টরের জন্য বেশ ভালো। চলতি বছর মুক্তি পায় ইশানের অভিনীত হোমবাউন্ড। মে মাসে মুক্তি পায় ছবিটি। করণ জোহর প্রযোজিত এই ছবিতে নজর কাড়েন ইশান।
310
আমির খান
এবছরও দর্শকদের চমক দিয়েছেন আমির। এই বছর খবরে ছিলেন তিনি। সিতারে জমিন পর ছবিটি মুক্তি পায় এই বছরই। স্পোর্টস-কমেডি ড্রামা ছবটি ব্যাপক সফল হয়েছিল। আমির খানকে দেখা গিয়েছে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০০৭ সালের তারে জমিন পর ছবির সিক্যোয়েল এই ছবি।
হিন্দি, তামিল এবং তেলেগু ছবিতে দেখা যায় রশ্মিকা মান্দানা। সিকান্দার, কুবেরা, দ্য গার্লফ্রেন্ড থেকে শুরু করে থাম্মা ছবিটি মুক্তি পায়। চলতি বছরে চর্চায় ছিলেন রশ্মিকা মান্দানা।
510
অনীত পাড্ডা
চলতি বছরে চর্চার শীর্ষে ছিলেন অনীত পাড্ডা। সাইয়ারা ছবি দিয়ে নজর কাড়ের অনীত পাড্ডা। এর আগে একাধিক দক্ষিণী ছবিতে দেখা গিয়েছে অনীতকে। তবে, এই ছবি দিয়ে তিনি দ্রুত বলিউডে জনপ্রিয়তা পান। আহান পাণ্ডে ও অনীত পাড্ডার জুটি দর্শকদের মন কাড়ে। চলতি বছরে দর্শকদের মন কাড়েন অনীত।
610
রিষভ শেট্টি
চলতি বছর মুক্তি পায় রিষভ শেট্টি অভিনীত ও পরিচালিত রিষভ শেট্টি পরিচালিত ও অভিনীত কান্তারা ২। এই ছবির আগের পার্টও ব্যপক সফল হয়েছিল। এবার মুক্তি পায় কান্তারা ২। এটিও সফল হয়। এই ছবিতে রিষভ শেট্টির অভিনয় থেকে পরিচালনা সবই নজর কাড়ে।
710
হৃতিক রোশন
যশ রাজ ফিল্ম প্রযোজিত ওয়ার ২ মুক্তি পায় চলতি বছর। বিশ্ব ব্যাপী ছবির আয় ছিল ৩০৩.২২ থেকে ৩৫১ কোটি টাকা। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে অভিনয় করেন হৃতিক রোশন। অ্যাকশন থ্রিলার ছবিটি নিয়ে খবরে ছিলেন হৃতিক।
810
অক্ষয় কুমার
কেশরী চ্যাপ্টার ২ থেকে জলি এল এল বি ৩- চলতি বছরে মুক্তি পায় অক্ষয় অভিনীত একাধিক ছবি। এর মধ্যে একটি হিস্টোরিকাল কোর্টরুম ড্রামা অপরটি কমেডি। সেই সঙ্গে এই বছর মুক্তি পায় হাউসফুল ৫। এই তিন ছবির জন্য চলতি বছরে একাধিকবার খবরে আসেন অক্ষয় কুমার।
910
কিয়ারা আডবানি
চলতি বছরে মুক্তি পায় গেম চেঞ্জার ও ওয়্যার ২। এই দুই ছবি নিয়ে খবরে ছিলেন কিয়ারা আডবানি। এছাড়াও এবছর কিয়ারা আডবানির পরিবারে এবারে আসে নতুন সদস্য। সব মিলিয়ে খবরে ছিলেন কিয়ারা।
1010
ভিকি কৌশল
ভিকি কৌশল অভিনীত ছাবা ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল বক্স অফিসে। ২০২৫-এ সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তালিকায় ছিল ছবিটি। এই ছবির দৌলতে খবরে ছিলেন ভিকি। তেমনই এই বছর ভিকির পরিবারে আসে নতুন সদস্য। সব মিলিয়ে ২০২৫ সালে খবরে ছিলেন অভিনেতা।