হাউসফুল ৫
হিন্দি কমেডি থ্রিলার ছবি হাউসফুল ৫ মুক্তি পায় চলতি বছর জুন মাসে। হাউসফুল সিরিজের নবতম সংযোজন এটি। ছবিতে একাধিক হেভি ওয়েট তারকাকে দেখা গিয়েছে। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন, দিনো মরিয়া, সঞ্জয় দত্ত, নার্গিস ফকরি, জ্যাকি শ্রফ থেকে জনি লিবার ও চাঙ্কি পাণ্ডের মতো তারকা ছিলেন।