পনিনিয়ন সেলভান ওয়ান এর তিন দিনের বক্স অফিস কালেকশন জানলে অবাক হবেন আপনিও, অবশ্যই চোখ রাখুন খবরে

Published : Oct 04, 2022, 02:08 PM IST
পনিনিয়ন সেলভান ওয়ান এর তিন দিনের বক্স অফিস কালেকশন জানলে অবাক হবেন আপনিও, অবশ্যই চোখ রাখুন খবরে

সংক্ষিপ্ত

সদ্য প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পনিনিয়ন সেলভান ওয়ান এর বক্স অফিস কালেকশন রয়েছে চরমে। মুক্তির তিন দিনের মধ্যেই ২৩০ কোটি আয় করেছে সিনেমাটি। 

৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় দর্শকদের বহু প্রতীক্ষিত সিনেমা পননিয়ন সেলভান ওয়ান। উক্ত সিনেমায় অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, জয়ম রবি, পার্থিবন, শোভিতা ধুলিপালা, ত্রিশা কৃষ্ণান, কার্তি। 

সিনেমার ট্রেলার নজর কেড়েছে দর্শকদের। যারকারণে রিলিজের পর থেকেই সিনেমা হলে ভিড় উপচে পড়ছে দর্শকদের। পপুলারিটির পরিমাণ এতোটাই যে বক্স অফিসে দেদার ব্যবসা করেছে চলেছে পনিনিয়ন সেলভান ওয়ান। 

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই ২৩০ কোটি আয় করেছে পনিনিয়ন সেলভান ওয়ান। সিনেমার সাফল্যে পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা সকলেই খুশি। 

ইতিমধ্যে, ফিল্মটি তামিলনাড়ুতে ৫০ কোটিরও বেশি আয় করেছে এবং নিজ রাজ্যে ৩ দিনে ৬৪ কোটি আয় করেছে।  যদিও তেলুগু এবং উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে 'পনিনিয়ন সেলভান'-এর প্রতিক্রিয়া শুধু দেশেই নয় সাড়া ফেলেছে বিদেশেও।

আনুষ্ঠানিকভাবে মুক্তির দিনের সংগ্রহ ঘোষণা করার পর, 'পনিনিয়ন সেলভান'-এর নির্মাতারাও ২০০ কোটি টাকার অঙ্কে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন এবং সিনেমাটি ৩০০ কোটি ছাড়িয়ে গেলে তারা  শীঘ্রই আরও একটি ঘোষণা করবে বলে জানিয়েছেন নির্মাতারা।

আরও পড়ুন

ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত আসন্ন মুভি পিএস ওয়ান ধামাকাদার হবে কি? টিকিট বুকিংয়ের আগেই জেনে নিন বিস্তারিত খবর

পোন্নিয়ান সেলভান: ঐশ্বরিয়া রাই, বিক্রম অভিনীত মণি রত্নমের ঐতিহাসিক ছবির টিজার ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে

উইকেণ্ড স্পেশাল ডাইন আউটে আরাধ্যার সঙ্গে অ্যাশ-অভি,ফ্রেমবন্দী হ্যাপি ফ্যামিলি

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে