পঙ্গাকে দমিয়ে স্ট্রিট ডান্সার থ্রিডি-র বাজিমাত, তিন দিনেই ৫০ কোটি আয়

Published : Jan 27, 2020, 02:16 PM IST
পঙ্গাকে দমিয়ে স্ট্রিট ডান্সার থ্রিডি-র বাজিমাত, তিন দিনেই ৫০ কোটি আয়

সংক্ষিপ্ত

বক্স অফিস ঝড় তুলল স্ট্রিট ডান্সার প্রথম সপ্তাহে আয় ৫০ কোটি আনুমানিক ভালো ফল করবে ছবি পঙ্গাকে পেছনে ফেলে এগিয়ে বরুণ-শ্রদ্ধা

একই সঙ্গে মুক্তি পেয়েছিল দুই ছবি, কঙ্গনা রানওয়াতের পঙ্গা ও বরুণ শ্রদ্ধা জুটির স্ট্রিট ডান্সার থ্রিডি। মুখোমুখি দুই ছবি মুক্তির পরই তা সাড়া ফেলেছিল দর্শক মহলে। এক দিকে সংগ্রামের গল্প, অন্য দিকে নাচ নিয়ে প্রতিযোগিতার মঞ্চ। দুইয়ে মিলেই ২৩ জানুয়ারির বক্স অফিসে উঠেছিল ঝড়। 

আরও পড়ুনঃ নিজে মুসলিম আর স্ত্রী হিন্দু, সন্তানদের ধর্ম কী, জাত নিয়ে মুখ খুললেন শাহরুখ

ছবির রিভিউ ভালো, এক দিকে বানিজ্যিক ছবি, অন্যদিকে ভালো চিত্রনাট্যের আবেগ। দুইয়ের মুখোমুখি লড়াইয়ে আপাতত এগিয়ে গেল বরুণ-শ্রদ্ধা জুটি। প্রথম সপ্তাহের শেষেই তা ঘরে তুলল ৫০ কোটি টাকা। ফলে সমালোচকদের অনুমান এই ছবি বক্স অফিসে ভালো ফল করতে চলেছে। এরই পাশাপাশি পাল্লা দিয়ে ব্যাটিং করছেন অজয় দেবগণ।

বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল অজয় দেবগণ অভিনীত ছবি তানাজি। সেই ছবি সম্প্রতি বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছল। এবার তাকেই কড়া টক্কর দিতে হাজির স্ট্রিট ডান্সার থ্রিডি। নাচ থেকে শুরু করে ছবির উপস্থাপনা, থ্রিডি, গান, গল্প সবেতেই যেন মজলেন দর্শকেরা। পাশাপাশি পঙ্গা ছবারও রিভিউ ছবি নজর কাড়া। তবে সেই ছবি বক্স অফিসে এখন পসার জমাতে পারেনি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার