ধুম থ্রি-কেও ছাপিয়ে ওয়ার এখন সেরা নয়-এ, চার সপ্তাহেই ৩০০ কোটির দরবারে

মাত্র চার সপ্তাহতেই ৩০০ কোটির পথে ওয়ার

সেরার তালিকা নাম লেখাল এই ছবি

২০১৯-এর সেরা বক্স অফিস ছবি ওয়ার

দিওয়ালিতেও বাজিমাত করার সম্ভাবনা হৃত্বিক-টাইগারের

হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ছবি ওয়ার ঘিরে প্রথম থেকেই দর্শকদের মনে ছিল উত্তেজনা তুঙ্গে। সেই ছবি পুজোর বক্স অফিসে একাই রাজত্ব করায় এবার বড় সাফল্যের মুখ দেখলেন দুই তারকা। এর আগে চার সপ্তাহে তিনশো কোটির ক্লাবে নিজের নাম লিখিয়েছিল ধুম থ্রি ছবি। সেই ছবির রেকর্ডকেও ভেঙে দিল ওয়ার। 

২০১৯-এ একের পর এক বিগ বাজেট ছবি বক্স অফিসে সাফল্য নিয়ে এসেছে। এক কথায় এই বছর বলিউড বক্স অফিসের সোনায় সোহাগা। ভরত থেকে শুরু করে কেশরী, মিশন মঙ্গল একের পর এক ছবি দর্শকদের মধ্যে ঝড় তুলতে সক্ষম হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল ওয়ার। কেবল নাম লেখানো নয়, বছরের সেরা ছবিও হয়ে উঠল ওয়ার। চলতি বছরে প্রথম কোনও ছবি যা চার সপ্তাহের মধ্যেই তিনশো কোটির ক্লাবে নিজের জায়গা পাকা করতে চলেছে। 

Latest Videos

 

 

ধুম থ্রি ছবি চার সপ্তাহতে ২৮৪.২৭ কোটি টাকার ক্লাবে নিজের নাম লিখিয়েছিল। মাত্র ১৬ দিনেই সেই রেকর্ডকে ছাড়িয়ে গেল ওয়ার ছবি। শুধু তাই নয়, বলিউডের আজ পর্যন্ত সেরা দশ ছবি, যা বক্স অফিসে সর্বাধিক প্রভাব ফেলেছে তার তালিকাতেও নাম লেখাল এই ছবি। বাহুবলি, দঙ্গল, সঞ্জু, পিকে, টাইগার জিন্দা হ্যায়, বজরঙ্গী ভাইজান, পদ্মাবত, সুলতান ছবির পরই নিজের জায়গা করে নিল ওয়ার। 

কড়া টক্করের তালিকায় ছিল ১৮ অক্টোবর মুক্তি পাওয়া ছবি লাল কাপতান। কিন্তু সেই ছবি আশানুরূপ প্রভাব না ফেলায় দিওয়ালিতেও ছক্কা হাঁকাবে ওয়ার। হৃত্বিক টাইগার জুটির এই ছবি সেরার তালিকায় আরও এক ধাপ এগিয়ে থাকবে তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ রাখে না। 

Share this article
click me!

Latest Videos

সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি