করবা চৌথ-এ নয়া লুকে শ্রাবন্তী, পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

Published : Oct 18, 2019, 11:11 AM ISTUpdated : Oct 18, 2019, 11:29 AM IST
করবা চৌথ-এ নয়া লুকে শ্রাবন্তী, পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

সংক্ষিপ্ত

করবা চৌথ-এ বিশেষ শুভেচ্ছা শ্রাবন্তী শ্রাবন্তীর সঙ্গে পাল্লা দিয়ে উপোস করলেন রোশন লক্ষ্মীপুজোর দিনই তুললেন এক গুচ্ছ ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

একের পর এক পুজো মরশুমে গা ভাসিয়েছেন এখন সকলেই। কখনও তা উপভোগ করা, কখনও আবার রীতি নীতি মেনে তা পালন করা। দুর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো, এক তরফা কেবলই শুভেচ্ছা জানিয়ে এসেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী। তবে বিয়ের পর প্রথম পুজোর মরশুম, বেশ ভালোই কাটছে শ্রাবন্তীর, তা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা থেকেই স্পষ্ট হয়ে ওঠে। ফলে করবা চৌথ-এর আয়োজনও হল বিশেষ।

 

 

করবা চৌথ-এ রীতিমত উপোস করেই রোশনের মুখ দেখলেন শ্রাবন্তী। শেয়ার করলেন সেই মুহুর্তের ছবিও। পড়নে লাল শাড়ি সঙ্গে ভেল। কপালে লাল টিকা। এই রীতিতে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে চাঁদের মুখ দেখে তারপর স্বামীর মুখ দেখতে হয়। তখনই স্বামীর হাতে খেয়ে ভাঙতে হয উপোস। 

 

 

তবে এক্ষেত্রে শ্রাবন্তীর সঙ্গে উপোস করলেন রোশনও। দুজনেই একই সঙ্গে করবা চৌথ-এর ব্রত পালন করলেন। এই উপলক্ষে বেশ কিছু ছবিও তুলেছিলেন তাঁরা পোজ দিয়ে। তবে ছবি তুলে রেখে ছিলেন আগেই। শ্রাবন্তী লক্ষ্মী পুজোর দিনই সেজে ছিলেন অনবদ্য লুকে। সকলের নজর কেড়েছিল তাঁর শাড়ি ও নেকলেস। সেই দিনই করবা চৌথ-এর শুভেচ্ছা জানানোর ছবি তুলেছিলেন এই জুটি। সকলের সঙ্গে তা শেয়ার করে নেন করবা চৌথ-এর সন্ধেতে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?