মহিলাকর্মীকে বেধড়ক মার, সিসিটিভি ফুটেজের জেরে বিপাকে নাসিরুদ্দিনের মেয়ে

Published : Jan 26, 2020, 07:24 PM ISTUpdated : Jan 27, 2020, 12:47 AM IST
মহিলাকর্মীকে বেধড়ক মার, সিসিটিভি ফুটেজের জেরে বিপাকে নাসিরুদ্দিনের মেয়ে

সংক্ষিপ্ত

মারধরের ফুটেজ ফাঁস বিপাকে নাসিরুদ্দিনের কন্যা হাসপাতালে মিলছিল না সাহায্য বিপরীতে রুদ্রমূর্তি হীবার

চিকিৎসালয়ে মিলছে না যথাযত পরিষেবা, মুহূর্তে ভয়ালরূপ ধারণ করলেন নাসিরুদ্দিনের মেয়ে হীবা। সেই ছবি ছড়িয়ে পরার পর থেকেই বিপাকে পড়তে হয় অভিনেতার কন্যাকে। একাধিক ধারায় মামলা দায়ের করা হয় স্থানীয় থানায়। সামনে উঠে আসে সিসিটিভি ফুটেজও। তার ওপর ভিত্তি করেই অভিযোগ দায়ের। 

আরও পড়ুনঃ প্রকাশ্যে বব বিশ্বাসের লুক, কলকাতায় চার্লিভাই শাহরুখের অপেক্ষায় অভিষেক

সম্প্রতি এক পশুচিকিৎসালয়ে হাজির হয়েছিলেন হয়েছিলেন নাসিরুদ্দিনের মেয়ে। সেখানেই তাঁর সঙ্গে ছিল দুই পোষ্য। হাসপাতালে পৌছনোর পর কেউ এগিয়ে আসেনি পোষ্যদের কেজ ধরতে। এরপর ভেতরে গিয়ে কথায় কথায় বচসা। মিলছিল না সঠিক সহযোগিতা, মিলছিল না পরিসেবা। ফলে জ্ঞান হারালেন তিনি। মুহূর্তে যে রূপ ধারন করলেন তা ক্যামেরা বন্দি হওয়ায় বিপত্তি। 

 

 

এমনই ব্যবহার পাওয়ার পরই রুদ্রমূর্তি ধারন করেন হীবা। রীতিমত মারধর শুরু করে দেন হাসপাতালে থাকা মহিলা কর্মীদের ওপর। দু দুজনকে একাধিকবার মারের ছবি ধরা পড়ে সিসিটিভিতে। এই ছবি দেখিয়েই মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করা হয়। জামিন অযোগ্য ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয় হীবার নামে।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে