মহিলাকর্মীকে বেধড়ক মার, সিসিটিভি ফুটেজের জেরে বিপাকে নাসিরুদ্দিনের মেয়ে

  • মারধরের ফুটেজ ফাঁস
  • বিপাকে নাসিরুদ্দিনের কন্যা
  • হাসপাতালে মিলছিল না সাহায্য
  • বিপরীতে রুদ্রমূর্তি হীবার

চিকিৎসালয়ে মিলছে না যথাযত পরিষেবা, মুহূর্তে ভয়ালরূপ ধারণ করলেন নাসিরুদ্দিনের মেয়ে হীবা। সেই ছবি ছড়িয়ে পরার পর থেকেই বিপাকে পড়তে হয় অভিনেতার কন্যাকে। একাধিক ধারায় মামলা দায়ের করা হয় স্থানীয় থানায়। সামনে উঠে আসে সিসিটিভি ফুটেজও। তার ওপর ভিত্তি করেই অভিযোগ দায়ের। 

আরও পড়ুনঃ প্রকাশ্যে বব বিশ্বাসের লুক, কলকাতায় চার্লিভাই শাহরুখের অপেক্ষায় অভিষেক

Latest Videos

সম্প্রতি এক পশুচিকিৎসালয়ে হাজির হয়েছিলেন হয়েছিলেন নাসিরুদ্দিনের মেয়ে। সেখানেই তাঁর সঙ্গে ছিল দুই পোষ্য। হাসপাতালে পৌছনোর পর কেউ এগিয়ে আসেনি পোষ্যদের কেজ ধরতে। এরপর ভেতরে গিয়ে কথায় কথায় বচসা। মিলছিল না সঠিক সহযোগিতা, মিলছিল না পরিসেবা। ফলে জ্ঞান হারালেন তিনি। মুহূর্তে যে রূপ ধারন করলেন তা ক্যামেরা বন্দি হওয়ায় বিপত্তি। 

 

 

এমনই ব্যবহার পাওয়ার পরই রুদ্রমূর্তি ধারন করেন হীবা। রীতিমত মারধর শুরু করে দেন হাসপাতালে থাকা মহিলা কর্মীদের ওপর। দু দুজনকে একাধিকবার মারের ছবি ধরা পড়ে সিসিটিভিতে। এই ছবি দেখিয়েই মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করা হয়। জামিন অযোগ্য ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয় হীবার নামে।

Share this article
click me!

Latest Videos

১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
Narendra Modi Live: দিল্লিতে মেগা জনসভা মোদীর, কী বার্তা, দেখুন সরাসরি