এপিসোড পিছু বাড়ল ২ কোটি, বিগ বসের ঘরেই আটকে থাকলেন ভাইজান

Published : Nov 29, 2019, 02:08 PM IST
এপিসোড পিছু বাড়ল ২ কোটি, বিগ বসের ঘরেই আটকে থাকলেন ভাইজান

সংক্ষিপ্ত

আয় বাড়ল সলমন খানের  বিগ বসেই থাকছেন ভাইজান কাজের ব্যস্ততার ফাঁকে সময়ের অভাব বিগ বস ছাড়তে চলেছিলেন সলমন খান

একের পর এক ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত সলমন খান। কাজের চাপের মধ্যেই বেশ কিছুটা সময় তাঁকে দিতে হচ্ছে বিগ বসের শ্যুটিং সেটে। কিন্তু কীভাবে সময় করবেন তিনি! বুঝতে না পারায় বিগ বস ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলেন সলমন খান। কিন্তু কোথাও গিয়ে যেন চ্যানেলের টিআরপি নিয়ে সমঝোতা করতে নারাজ সংস্থা। 

তড়িঘড়ি ভাইজানের কাছে পৌঁছল নয়া প্রস্তাব। সর্বমানে রিয়ালিটি শোয়ের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হল বিগ বস। সেখানেই বিভিন্ন তারকাদের সমাবেশেই মেতে থাকে সাধারণ মানুষের ড্রইংরুম। সলমন খানের উপস্থিতি থেকে শুরু করে বিগ বসের ঘরে কন্ট্রোভার্সি, সবই যেন এখন সাধারণ মানুষের নখদর্পনে। সেই অনুষ্ঠান থেকেই বেরিয়ে যেতে চাইছেন ভাইজান!

সলমন খানকে ধরে রাখতে বাড়ানো হল পারিশ্রমিক। এপিসোড পিছু আয় বাড়ল ২ কোটি টাকা। সূত্রের খবর অনুযায়ী এর আগে সলমন খানের পারিশ্রমিক ছিল আট কোটি টাকা এপিসোড পিছু। বর্তমানে তা বৃদ্ধি করে স্থির করা হয়েছে দশ কোটি টাকা। প্রস্তাব পেয়ে খানিকটা ভেবে দেখেন ভাইজান। এবং সময় করে নেওয়ার বিষয়ও আসস্থ করেন তিনি চ্যালেন কর্তৃপক্ষকে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?