কঙ্গনার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনিল কাপুর এ কোন নয়া গুঞ্জনে মাতল বিটাউন

বলিউডে কন্ট্রোভার্সির শিরোনামে প্রায়শই থাকেন কঙ্গনা রানাউত। এবার একেবারে নয়া গুঞ্জন শুরু কঙ্গনা রানাউটকে নিয়ে। তাও আবার বিয়ের গুঞ্জন। 
 

বলিউড (Bollywood) জুড়ে চলছে এখন বিয়ের মরশুম। সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রাজকুমার রাও- পল, ক্যাটরিনা কাইফ- ভিকি কৌশল। চলতি মাসেই তিন বছরের প্রেমকে পরিণতি দিয়ে সাত পাকে বাধা পড়েছেন কঙ্গনার বান্ধবী অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন।  এবার বলি পাড়ায় উঠল কঙ্গনার (Kangana Ranaut) বিয়ের গুঞ্জন। তাও কি না মিস্টার ইন্ডিয়ার সাথে? সুনীতা কাপুরের (Sunita Kapoor) সঙ্গে ৩৮ বছরের দাম্পত্য অনিল কাপুরের। এবার কঙ্গনার (Kangana Ranaut) জন্য না কি সেই সম্পর্কে ইতি টানবেন অনিল কাপুর (Anil Kapoor)। এমনটাই শোনা যাচ্ছে বিটাউনের ওলিতে গলিতে। 

বলিউডে অনিল কাপুরকে (Anil Kapoor) একজন স্বচ্ছ অভিনেতা বলেই মনে করেন একাধিক দর্শক। ইতিমধ্যে মেয়ে সোনাম কাপুরের (Sonam Kapoor) বিয়েও হয়ে গেছে। তাহলে জীবনের অর্ধেক সময় কাটিয়ে এবার এই ধরণের সিদ্ধান্ত কেন নিলেন অনিল কাপুর (Anil Kapoor) এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। যদিও বেশি বয়সে বিয়ে এখন নতুন ট্রেন্ড। তবে এক্ষেত্রে আসল ব্যাপারটা জানলে চোখ কপালে উঠবে সকলের। সবটাই কি রটনা? না কি সত্যিই কন্ট্রোভার্সি কুইনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিস্টার ইন্ডিয়া? 

Latest Videos

ঘটনার সূত্রপাত জনপ্রিয় টেলিভিশন শো কফি উইথ করণ (Coffee with Karan) থেকে , যা প্রায় এক দশক পুরোনো। আদতে স্ত্রী সুনীতা কাপুরের (Sunita Kapoor) সঙ্গে বিবাহ বিচ্ছেদের কোনও পরিকল্পনাই নেই অনিল কাপুরের (Anil Kapoor) । সম্প্রতি 'কফি উইথ করণ' (Coffee with Karan) শো- এর একটি ক্লিপ চূড়ান্তভাবে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই শো- সিজন ৩-এর একটি এপিসোডে অতিথি হিসাবে এসেছিলেন অনিল কাপুর (Anil Kapoor), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সেখানেই মজার ছলে বলা একটি মন্তব্যকে ঘিরে এই জল্পনা।  

শো চলাকালীন করণ জোহর মজা করেই অনিল কাপুরকে (Anil Kapoor) জিজ্ঞাসা করেন যে, কার জন্য স্ত্রী সুনীতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানতে পারেন অনিল কাপুর (Anil Kapoor)? উত্তরে অনিল কাপুর (Anil Kapoor) ও রসিকতা করে কঙ্গনার (Kangna Ranaut) দিকে ইঙ্গিত করেন এবং কঙ্গনার নাম উল্লেখ করেন। এরপর করণ জোহর (Karan Johar) কঙ্গনাকে (Kangna Ranaut) বলেন, 'এটা শুনে তোমার কিন্তু চিন্তা করা উচিত।' যা শুনে রীতিমত হেসে লুটোপুটি খান কঙ্গনা। প্রায় ১০ বছর আগের এই এপিসোড ঘিরে বর্তমানে তৈরি হয়েছে মিস্টার ইন্ডিয়া ও কন্ট্রোভার্সি কুইনের সম্পর্কের নয়া সমীকরণ। যদিও গোটাও ঘটনাটা একটি গুঞ্জন আর বলিউডে এহেন গসিপ প্রায়শই তৈরি হয়ে থাকে। সেই কারণেই বিষয়টি নিয়ে বিশেষ কর্ণপাত করেন নি অনিল কাপুর বা কঙ্গনা রানাউত (Kangna Ranaut) কেউই।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari