দীপবীর-এর প্রথম বিবাহবার্ষিকী, ঈশ্বরের আশীর্বাদ নিতে কোথায় পাড়ি দিলেন দুই তারকা

Published : Nov 14, 2019, 11:00 AM ISTUpdated : Nov 14, 2019, 12:37 PM IST
দীপবীর-এর প্রথম বিবাহবার্ষিকী, ঈশ্বরের আশীর্বাদ নিতে কোথায় পাড়ি দিলেন দুই তারকা

সংক্ষিপ্ত

বিবাহবার্ষিকীতে দীপবীর কোথায় দিলেন পাড়ি ১৪ নভেম্বর একবছর পূর্ণ হল দীপবীরের বিবাহের ঈশ্বরের আশীর্বাদ নিতে বেড়িয়ে পড়লেন পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার সোশ্যাল মিডিয়া ভরে উঠল শুভেচ্ছাবার্তায়

ঠিক এক বছর আগের কথা। ১৪ নভেম্বর সাত পাকে বাধা পড়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। অনবদ্য লুকে সেদিন সেজে উঠেছিল ইতালির লেক কেমো। দেখতে দেখতে কেটে গেল একটি বছর। প্রথম বছর ট্রিপ থেকে শুরু করে ছবির কাজ, ব্যস্ততা, পুরষ্কার সব মিলিয়ে খবরের শিরোনামেই ছিলেন এই জুটি। এবার এক বছর পূর্ণ হওয়ায় দেশে ফিরলেন দুই বলিউড তারকা।

উপলক্ষ্য ছিল বন্ধুর বিয়ে। কিন্তু তারই ফাঁকে দীপবীর পালন করছেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। পার্টি-শুভেচ্ছা তো রয়েইছে। কিন্তু এই জুটি ঈশ্বরের আশীর্বাদ নিয়েই শুরু করলেন দিন। ১৪ নভেম্বর পৌঁছে গেলেন দক্ষিণের ভেঙ্কটেশ্বরের মন্দিরে পুজো দিতে। সেখানেই ফ্রেমবন্দী হলেন এই জুটি। অনবদ্য লুকে এক কথায় তাক লাগালেন সকলকেই। 

 

 

এখানেই শেষ নয়। রাত পোহালেই তাঁরা পৌছে যাবেন অমৃতসরে। সেখানে স্বর্ণমন্দির দর্শন করবেন তাঁরা। তবে কেবলই দুই তারকাই নন, এই সফরে সামিল তাঁদের পরিবারও। সকলকে নিয়েই বৃহস্পতিবার বালাজি দর্শন করার পর পদ্মাবত জুটি দর্শন করবেন পদ্মাবতী মন্দির। পরিকল্পনা বলতে এতটাই, বাকিটা সেলিব্রেশনের পালা। দীপবীরের বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ার পাতাও ভরে উঠল শুভেচ্ছা বার্তায়। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?