ভাঙা হাঁটু নিয়ে ফ্রন্ট ফ্লিপ, ব্যালান্স হারিয়ে পড়ে গিয়েছিলেন দিশা

Published : Jan 14, 2020, 01:45 AM IST
ভাঙা হাঁটু নিয়ে ফ্রন্ট ফ্লিপ, ব্যালান্স হারিয়ে পড়ে গিয়েছিলেন দিশা

সংক্ষিপ্ত

মলাঙ্গ ছবির শ্যুটিং-এর দৃশ্য ভাঙা হাঁটু নিয়ে নাচের রিহার্সাল হারিয়ে ফেললেন ভারসাম্য ভক্তদের দিলেন বিশেষ পরামর্শ

সম্প্রতি মুক্তি পেয়েছে মলঙ্গ ছবি। সেখানেই নয়া লুকে ধরা দিয়েছিলেন দিশা পাটানি ও আদিত্য রায় কাপুর। বেশ কিছুদিন পর আবারও পর্দায় দিশা। এর আগে অভিনেত্রীকে ভারত ছবির একটি আইটেম গানে নাচ করতে দেখা গিয়েছিল। সেটাই শেষ। এর পর থেকে আর বড় পর্দায় সেভাবে দেখা যায়নি দিশাকে। এরপরই প্রকাশ্যে আসে মলাঙ্গ ছবির খবর।

 

 

এই ছবি মুক্তির আগে থেকেই বেশ কয়েকবার খবরের শিরোনামে নাম লিখিয়েছে। ছবির আদ্যপান্ত জুড়ে থাকা দিশা ও আদিত্যর হট লুক এক কথায় অনবদ্য। কখনও সমুদ্রের ধারে তো কখনও একান্তে রোম্যান্সের দৃশ্যে ফ্রেমবন্দি হয়েছেন এই জুটি। ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে মলাঙ্গ ছবি। সেই ছবিতেই আদিত্যর অভিনয়ও প্রশংসিত হয়েছে। 

 

 

এবার মলাঙ্গ ছবিরই পেছনের কাহিনি প্রকাশ্যে নিয়ে এলেন দিশা। শেয়ার করলেন একটি গানের দৃশ্য শ্যুট করার আগে রিহার্সালের ছবি। সেখানেই দেখা যায় দিশা ফ্রন্ট ফ্লিপে নিজের ভারসাম্য রাখতে পারছেন না। সেই ভি়ডিওটি শেয়ার করে অভিনেত্রী জানান, সেই সময় তাঁর হাঁটু ভেঙে গিয়েছিল। তেমন অবস্থাতেই চলছিল রিহার্সাল। পাশাপাশি তিনি এও জানান যে কখনই এমন পরিস্থিতিতে ফ্রন্ট ফ্লিপ করা উচিৎ নয়। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?