ভাঙা হাঁটু নিয়ে ফ্রন্ট ফ্লিপ, ব্যালান্স হারিয়ে পড়ে গিয়েছিলেন দিশা

  • মলাঙ্গ ছবির শ্যুটিং-এর দৃশ্য
  • ভাঙা হাঁটু নিয়ে নাচের রিহার্সাল
  • হারিয়ে ফেললেন ভারসাম্য
  • ভক্তদের দিলেন বিশেষ পরামর্শ

সম্প্রতি মুক্তি পেয়েছে মলঙ্গ ছবি। সেখানেই নয়া লুকে ধরা দিয়েছিলেন দিশা পাটানি ও আদিত্য রায় কাপুর। বেশ কিছুদিন পর আবারও পর্দায় দিশা। এর আগে অভিনেত্রীকে ভারত ছবির একটি আইটেম গানে নাচ করতে দেখা গিয়েছিল। সেটাই শেষ। এর পর থেকে আর বড় পর্দায় সেভাবে দেখা যায়নি দিশাকে। এরপরই প্রকাশ্যে আসে মলাঙ্গ ছবির খবর।

 

Latest Videos

 

এই ছবি মুক্তির আগে থেকেই বেশ কয়েকবার খবরের শিরোনামে নাম লিখিয়েছে। ছবির আদ্যপান্ত জুড়ে থাকা দিশা ও আদিত্যর হট লুক এক কথায় অনবদ্য। কখনও সমুদ্রের ধারে তো কখনও একান্তে রোম্যান্সের দৃশ্যে ফ্রেমবন্দি হয়েছেন এই জুটি। ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে মলাঙ্গ ছবি। সেই ছবিতেই আদিত্যর অভিনয়ও প্রশংসিত হয়েছে। 

 

 

এবার মলাঙ্গ ছবিরই পেছনের কাহিনি প্রকাশ্যে নিয়ে এলেন দিশা। শেয়ার করলেন একটি গানের দৃশ্য শ্যুট করার আগে রিহার্সালের ছবি। সেখানেই দেখা যায় দিশা ফ্রন্ট ফ্লিপে নিজের ভারসাম্য রাখতে পারছেন না। সেই ভি়ডিওটি শেয়ার করে অভিনেত্রী জানান, সেই সময় তাঁর হাঁটু ভেঙে গিয়েছিল। তেমন অবস্থাতেই চলছিল রিহার্সাল। পাশাপাশি তিনি এও জানান যে কখনই এমন পরিস্থিতিতে ফ্রন্ট ফ্লিপ করা উচিৎ নয়। 

Share this article
click me!

Latest Videos

পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে এ কী স্লোগান? দেখুন | VIral Video
জয়নগরের মোয়া এত টেস্টি হয় কেন? খোঁজ নিল এশিয়ানেট নিউজ বাংলা, দেখুন আমাদের প্রতিবেদন | Jaynagar Moya
এবার মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam | Bangladesh | India |
PM Modi-কে হুমকি দিয়ে রাতারাতি বিখ্যাত হওয়ার কৌশল! | Sarjis Alam | India Bangladesh News
ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today