খুদে তারকার জন্মদিনে বিশেষ পার্টি, নিমন্ত্রণ রক্ষায় তৈমুর-ইনায়া

এষা কন্যার জন্মদিনে বিশেষ পার্টি

পার্টিতে হাজির ছিল সইফপুত্র তৈমুর

মায়ের সাথে পোজ দিয়ে ছবি তুলল ইনায়া

খুদে সেলিব্রিটিদের ভীড়ে রবিবার জমে উঠল রাধ্যার পার্টি

এষা দেওয়লের মেয়ে রাধ্যার জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন। তারকা সন্তান মানেই জন্মলগ্ন থেকেই তাঁদের ওপর স্পটলাইট। তাই খুদে তারকার জন্মদিনের পার্টিও হল বেজায় নজর কাড়া। নিমন্ত্রণ পেল ইন্ডাস্ট্রির বন্ধুরাও। সময় মত হাজির হল সকলেই। 

 

Latest Videos

 

২ বছরে পা দিল এষা কন্যা রাধ্যা। এদিন সপরিবারে তাঁর জন্মদিন পালন করা হয়। রবিবার সেই উপলক্ষেই পার্টিতে হাজির হন এষা দেওয়লের মা হেমা মালিনী। পোজ দিয়ে ছবি তোলেন নাতনীর সঙ্গে। ছোট্ট রাধ্যার জন্মদিনের পার্টিতে  আসার নিমন্ত্র পেয়েছিল সইফ-করিনা পুত্র তৈমুর। তারই কিছুক্ষণের মধ্যেই রেড কার্পেটে হাজির কুণাল খেমু-সোহা আলি খান মেয়ে ইনায়া। 

 

 

রাধ্যা তাখতানির জন্মদিনে এই বিশেষ আয়োজন দেখে বেজায় খুশি নবাবপু্ত্র। জিন্স-সার্ট পরেই পার্টিতে হাজির হন তিনি। একইভাবে ইনায়া মায়ের সঙ্গে লুক দিল ক্যামেরায়। বার্বি পোশাকে এদিন সেও সকলের নজর কাড়ে। 

 

 

কয়েকদিন আগেই ইনারার জন্মদিন পালন হয়েছিল ধুমধামে। ফলে স্কুল কিংবা খেলার মাঠ নয়, ছোট থেকেই বিটাউনের খুদেদের সঙ্গে আলাপপর্ব থেকে শুরু করে পরিচয় সেড়ে রাখছেন ছোটরা। বাবা-মায়ের সঙ্গে নয়, তৈমুর একাই তার ন্যানির সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন পার্টিতে। এদিন ছোটদের এই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ছড়িয়ে পড়ে। 

Share this article
click me!

Latest Videos

‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News