পিতৃহারা মণীশ মালহোত্রা, খবর পেয়েই হাজির করণ-শাবানা

Published : Nov 18, 2019, 02:09 PM IST
পিতৃহারা মণীশ মালহোত্রা, খবর পেয়েই হাজির করণ-শাবানা

সংক্ষিপ্ত

বলিউডের ব্যস্ততম ডিজাইনারের বাড়িতে শোকের ছায়া সোমবারই ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মণীশ মালহোত্রার বাবা খবর প্রকাশ্যে আসার পরই বাড়িতে হাজির বি-টাউনের তারকারা সোমবার বেলায় মরদেহ নিয়ে যাওয়া হয় শশ্মানের উদ্দেশে

বলিউড ডিজাইনার মণীশ মালহোত্রার পরিবারে শোকের ছায়া। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ ডিজাইনার। বলিউডে একের পর এক বড় বাজেটের ছবি থেকে শুরু করে ফ্যাশন শো, সেলিব্রিটির স্টাইল স্টেমেন্টে সবার আগে উঠে আসে তাঁরই নাম। ফলে কাজ নিয়ে বেজায় ব্যস্ত থাকেন মণীশ। বেশ কয়েকদিন ধরেই শারীরিক নানান অসুস্থতায় ভুগছিলেন তাঁর বাবা। তাঁর দেহাবশানের বলিউডে শোকের ছায়া। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শরীর বেশ কয়েকদিন ধরেই ভালো ছিল না মণীশের বাবার। খবর পাওয়া মাত্রই বিটাউনের পরিচিতরা হাজির হন মণীশের বাড়িতে। করণ জোহার, শাবানা আজমি, উর্মিলা মাতুনকর, করলেই এদিন মণীশের পাশে এসে দাঁড়ান। সোমবার সকাল থেকেই মণীশের মুম্বইয়ের বাড়িতে উপচে পড়া ভিড় নজরে আসে। 

 

 

খবর পেয়ে সবার আগে এদিন ছুটে এসে ছিলেন শাবানা আজমি। মণীশ মালহোত্রার সঙ্গে তিনি একটি এনজিও-র কাজে যুক্ত রয়েছে। বলিউডের ব্যস্ততম এই ডিজাইনারের পাশে এসে দাঁড়ায় বি-টাউন। বলিউডের বহু তারকাদের পোশাকই তিনি নিজেই ডিজাইন করেন। তাই অধিকাংশের সঙ্গেই মণীশের নিত্য যোগাযোগ থাকে। সোমবার সকালেই তাঁর বাবার মরদেহ নিয়ে যাওয়া হয় শশ্মানের উদ্দেশে। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?