ঋতু স্মরণে 'সিজনস গ্রিটিংস' ছবির প্রথম ঝলক, প্রকাশ্যে আনলেন অমিতাভ বচ্চন

  • ঋতুপর্ণ ঘোষ চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবেন
  • ৫৬-তম জন্মদিনে ঋতুপর্ণ স্মরণ
  • অমিতাভ বচ্চনের স্মৃতিতেও অমলিন ঋতু
  • অমিতাভ বচ্চন প্রকাশ্যে আনলেন তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নতুন ছবির পোষ্টার  

৩১ অগাস্ট দিনটা যেন 'ঋতুদিন'। ঋতুপর্ণ ঘোষ চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবেন, বাঙালীর মননে। ৫৬-তম জন্মবর্ষে তাঁর। শুধুমাত্র বাঙালী না, বলিউড শাহেনশার স্মৃতিও ঋতুময়। দিনটিকে একটু অন্যভাবেই পালন করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
 
জন্মদিনেই প্রকাশ পেল প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে তৈরি ছবি 'সিজনস গ্রিটিংস' ছবির পোষ্টার। পরিচালনার দায়িত্বে বলিউডের রামকমল মুখোপাধ্যায়। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে নিয়ে এলেন অমিতাভ বচ্চন। নিজের টুইটার প্রোফাইলে 'সিজনস গ্রিটিংস'-এর প্রথম ঝলক শেয়ার করে তিনি, ঋতুপর্ণ সম্পর্কে তিনি স্মৃতিচারণা করেন। অমিতাভ বলেন 'আমি ওর সঙ্গে দ্য লাস্ট লিয়ার-এ অভিনয় করি। জয়া, অভিষেক, ঐশ্বর্য প্রত্যকেই তাঁর সঙ্গে অভিনয় করেছেন। ঐশ্বর্য দুটি ছবিতে অভিনয় করে, 'চোখের বালি' ও 'রেনকোট'। জয়া ‘সানগ্লাস’-এ অভিনয় করেছিল। খুব তাড়াতাড়ি আমরা ওকে হারালাম।' রামকমল প্রসঙ্গে তিনি বলেন 'সাংবাদিক হিসেবে ও কাজ করেছে। প্রথমে ও 'কেকওয়াক' করেছে। এরপর ‘সিজনস গ্রিটিংস’-এর জন্য অনেক অভিনন্দন রইল '। ছবিটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্মে। জি ফাইভ ওরিজিনালস-এ নভেম্বরে মুক্তি পাবে ছবিটি। 

আরও পড়ুন ৫৬-তম জন্মদিনে 'আবহমান' ঋতু

Latest Videos

'সিজনস গ্রিটিংস'-এর মূল বিষয় হল এলজিবিটি নিয়ে। ৩৭০ ধারা নিয়ে সারা বিশ্বের যে ছবি ফুটে উঠেছে তা দেখানো হবে। ছবিটির মাধ্যমে গোটা বিশ্বে এলজিবিটি নিয়ে সচেতনতামূলক প্রচার ছড়ানো হবে। ছবিটিতে থাকছেন সেলিনা জেটলি, লিলেট দুবে, আজহার খান। এই ছবিটিতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন কুমার শানুর ছেলে। আপাতত ঋতুপর্ণের এই ছবিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। চির 'আবহমান' হয়ে থাকবেন ঋতু।           

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee