দু-দশক পর পর্দায় আবার ফিরছেন সইফ-টাবু, প্রকাশ্যে ছবির প্রথম লুক

Published : Jan 09, 2020, 01:34 PM ISTUpdated : Jan 09, 2020, 01:39 PM IST
দু-দশক পর পর্দায় আবার ফিরছেন সইফ-টাবু, প্রকাশ্যে ছবির প্রথম লুক

সংক্ষিপ্ত

আবারও পর্দায় সইফ-টাবু প্রকাশ্যে টাব্বুর নয়া লুক ফ্রেব্রুয়ারিতেই মুক্তি ছবির চলছে শেষ পর্যায়ের কাজ

টাব্বু কিংবা সইফ, প্রায় একই সঙ্গে শুরু করেছিলেন অভিনয় জগতে কেরিয়ার তৈরির জার্নি। একই সময়ে যাত্রা শুরু হলেও খুব বেশি পর্দায় তাঁদের একই সঙ্গে দেখা যায়নি। মোটের ওপর একই সঙ্গে তাঁরা অভিনয় করেছিলেন মাত্র তিনটি ছবিতে। যার মধ্যে বিবি নম্বর ১ ও সিপাহি ছবিতে তাঁদের বিপরীতে দেখা গেলেও, হাম সাত সাত হ্যায় ছবিতে টাব্বু ছিলেন সইফের বৌদির ভূমিকাতে।

আরও পড়ুনঃ মুক্তির আগের দিনই ফের কাঠগড়ায় 'ছপাক', নয়া বির্তকে জড়ালেন দীপিকা

এবার এই জুটিকে নিয়ে ছবি তৈরি করলেন পরিচালক নীতিন কক্কর। ছবির নাম জাওয়ানি জানেমন। সেখানেই সইফের বিপরীতে থাকছেন টাব্বু। চলতি বছর ৬ জানুয়ারীতে প্রকাশ্যে এসেছিল সেই ছবির প্রথম লুক। ছবির কাজ শুরু হয়েছে ২০১৯-এর মাঝামাঝি থেকেই। তানাজি মুক্তির পর এটি সইফ আলির দ্বিতীয় ছবি ২০২০-তে। 

 

 

ছবিতে এক ভিন্ন লুকে দেখা গিয়েছে টাব্বু। পোশাক থেকে শুরু করে স্টাইল, নয়া লুকে অভিনেত্রীকে দেখে ইতিমধ্যেই জল্পনা শুরু নেট দুনিয়ায়। ছবির প্রথম লুক প্রকাশ্যে নিয়ে এসেছেন অন্যতম পরিচালক জ্যাকি ভগনানি। তবে ছবিতে সইফের লুক কেমন থাকবে, তা এখনও রহস্যই।  ছবির কাজ বর্তমানে শেষ পর্যায়। ছবি মুক্তির দিন স্থির করা হয়েছে ৭ ফেব্রুয়ারী। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?