এবার করোনায় আক্রান্ত গেম অফ থ্রোনসের অভিনেতা, আপাতত রয়েছেন কোয়ারেন্টাইনে

  • আতঙ্ক যেন পিছু ছাড়ছে না হলিউডের
  • করোনা ভাইরাসে আক্রান্ত হলেন গেম অফ থ্রোনসের অভিনেতা ক্রিস্টোফার হিফজু
  • বর্তমানে নরওয়েতেই রয়েছে হিফজু
  • করোনা সংক্রমন ঠেকাতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তিনিও তাই করছেন

ফের করোনার থাবা হলিউডে। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না হলিউডের। হলিউড স্টার টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিটা উইলসনের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনেই  শোরগোল আরও বেড়ে গিয়েছিল।হলিউড স্টার জেমস  বন্ডের নায়িকা ওলগা কুরিলেঙ্কোর শরীরেও মিলেছে এই মারণ ভাইরাস। ইদ্রিস এলবাও রয়েছেন এই মারণ রোগের তালিকায়। এবার এই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন গেম অফ থ্রোনসের অভিনেতা ক্রিস্টোফার হিফজু। নরওয়ের এই অভিনেতা জানিয়েছেন, তিনি এবং তার গোটা পরিবার আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন।

আরও পড়ুন-শরীরী উষ্ণতায় উপচে পড়ছে ভরা যৌবন, হট পোজে ঘুম উড়ছে নেটিজেনদের...

Latest Videos


আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় রয়েছেন অভিনেতা, কী ই বা সতর্কতা নিচ্ছেন, তা জানতে আগ্রহী হয়ে উঠেছেন সকলে। অভিনেতা জানিয়েছেন, আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তারা। তবে আপাতত সুস্থ রয়েছেন। হিফজু লিখেছেন , ঠান্ডা লাগলে যেরকম সর্দি কাশি হয় সেটুকুই রয়েছে।  করোনা পজিটিভ শরীরে ধরা পরার পরই তার যা যা সতকর্তা প্রয়োজন সবই নেওয়া হচ্ছে।

 

 

আরও পড়ুন-মধুচক্রের ডেরা থেকে হাতেনাতে ধরা পড়েছিলেন বলিউডের এই অভিনেত্রীরা, রইল তালিকা...

বর্তমানে নরওয়েতেই রয়েছে হিফজু। দীর্ঘ একটি পোস্ট শেয়ার করে তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন সাবধানে থাকে। আর করোনা সংক্রমন ঠেকাতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সবাই যেন তাই করে। করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমশই যেন বাড়ছে। সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে এই করোনা ভাইরাস। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।করোনা ভাইরাসের  নামটা শুনলেই প্রত্যেকেই যেন আতঙ্কিত। যত দিন যাচ্ছে মহামারির আকার ধারণ করছে এই রোগ। যার জেরে জেরবার প্রশাসন।  করোনা আতঙ্কে ইতিমধ্যেই ভয়ে কাঁপছে চিন।  শুধু চিন নয়, চিনের পাশাপাশি ভারত সহ  দেশের বিভিন্ন প্রান্তে মুহূর্তের মধ্যে প্রবেশ করছে এই ভাইরাস।  একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।  মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। কোনওভাবেই আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে। নোবেলা করোনা প্রকৃতির এই করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে ফ্ল্যাবিও ভাইরাস, যা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে।  হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা। সার্সের মতোই ভয়ঙ্কর এই ভাইরাস ।


 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today