শরীরী উষ্ণতায় উপচে পড়ছে ভরা যৌবন, হট পোজে ঘুম উড়ছে নেটিজেনদের
বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন কাজল আগরওয়াল। একের পর এক হট ছবি পোজ করে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে রয়েছেন কাজল আগরওয়াল। গ্ল্যামার জগতে তারকাদের কিছু না কিছু বিতর্ক লেগেই রয়েছে। কখনও হট ছবি পোজ করে আবার কখনও বেড়াতে যাওয়ার ছবি পোজ করে তিনি সবসময়েই লাইমলাইটে রয়েছেন। তার শরীরের প্রতিটি ভাঁজে উপচে পড়েছে যৌবন। প্রতিটি ছবি দেখতেই সোশ্যাল মিডিয়ায় ভিড় জমছে। তার ছবি দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। প্রতিটি ছবিতেই রীতিমতো আগুন ধরাচ্ছেন অভিনেত্রী। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে কাজলের এই ছবিগুলি। একঝলকে দেখে নিন তার শরীরী উষ্ণতা জাগানো ছবিগুলি।
110

সুইমিংপুলে ফোটোশ্যুটে মজেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল।
210
নীল রঙের গাউন পরে জলকেলিতে মেতেছেন অভিনেত্রী। প্রতিটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল।
310
ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন অভিনেত্রী। তবে ঘোরার জায়গার মধ্যে সমুদ্র-সৈকত তার ভীষণ প্রিয় জায়গা।
410
কাজের ব্যস্ততার মাঝে সময় পেলেই সুমদ্র পাড়ে চলে যান অভিনেত্রী।
510
কিছুদিন আগেও মলদ্বীপে বেড়াতে গিয়ে ছবি শেয়ার করেছিলেন।
610
বিকিনি লুকের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
710
তামিল, তেলেগু ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
810
অজয় দেবগণের সিংহম-এও কাজ করেছেন অভিনেত্রী।
910
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।
1010
প্রতিটি ছবিতেই উপচে পড়ছে শরীরের উষ্ণতা। হট অবতারে নিজেকে অন্য অবতারে মেলে ধরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে এসেও কীভাবে ফ্যানেদের আটকে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত কাজল।
Latest Videos