শরীরী উষ্ণতায় উপচে পড়ছে ভরা যৌবন, হট পোজে ঘুম উড়ছে নেটিজেনদের
| Published : Mar 17 2020, 04:35 PM IST
শরীরী উষ্ণতায় উপচে পড়ছে ভরা যৌবন, হট পোজে ঘুম উড়ছে নেটিজেনদের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
সুইমিংপুলে ফোটোশ্যুটে মজেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল।
210
নীল রঙের গাউন পরে জলকেলিতে মেতেছেন অভিনেত্রী। প্রতিটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল।
310
ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন অভিনেত্রী। তবে ঘোরার জায়গার মধ্যে সমুদ্র-সৈকত তার ভীষণ প্রিয় জায়গা।
410
কাজের ব্যস্ততার মাঝে সময় পেলেই সুমদ্র পাড়ে চলে যান অভিনেত্রী।
510
কিছুদিন আগেও মলদ্বীপে বেড়াতে গিয়ে ছবি শেয়ার করেছিলেন।
610
বিকিনি লুকের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
710
তামিল, তেলেগু ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
810
অজয় দেবগণের সিংহম-এও কাজ করেছেন অভিনেত্রী।
910
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।
1010
প্রতিটি ছবিতেই উপচে পড়ছে শরীরের উষ্ণতা। হট অবতারে নিজেকে অন্য অবতারে মেলে ধরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে এসেও কীভাবে ফ্যানেদের আটকে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত কাজল।