২০১৮ সালে মুক্তি পেয়েছিল মৌনী রায় ও অক্ষয় কুমার অভিনীত ছবি গোল্ড। বক্স অফিসে ভালোই সাফল্য অর্জন করেছিল এই ছবিষ শুধু তাই নয়, সঙ্গে নতুন জুটিতেও মেতে ছিলেন দর্শক। প্রথম থেকেই এই ছবির গান ছিল হিট। পরবর্তীতে ছবি মুক্তি পেলে তা বেশিদিন নিজের প্রভাব বিস্তার না করতে পারলেও ভালোই ফল দেয় বক্সঅফিসকে।
ছবির মুক্তিতে কেটে গিয়েছে একবছর। আবরাও সেই ছবি মুক্তির অপেক্ষায়। এবার গোল্ড পাড়ি দিচ্ছে চিনে। বুধবার সেই খবরই প্রকাশ্যে শেয়ার করলেন অক্ষয় কুমার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেই পোস্টারও সকলের সঙ্গে শেয়ার করেনিলেন অক্কি। সারা বিশ্বের বক্স অফিসে চলতি বছরে ঝড় তুলেছে সাহো ও ওয়ার। এবার পালা অক্ষয় কুমারের। তাঁর ছবি এবার কতটা প্রভাবিত করে তাই এখন দেখার।
অন্যদিকে অভিনেতা এখন বেজায় ব্যস্ত আগামী ছবির প্রমোশন নিয়ে। গুড নিউজ ছবির প্রচারে এখন একাধিক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অক্ষয় কুমার, সঙ্গে পুরো টিম। চলতি বছরে এই নিয়ে তাঁর চার নম্বর ছবি মুক্তি। এরই মাঝে সংযোজন হল গোল্ড ছবির। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি চিনে। ১৫ অগস্ট ২০১৮ সালে ভারতে মুক্তি পেয়েছিল এই ছবি।