কোন কোন তারকার ঝুলিতে গ্র্যামি পুরস্কার, রইল তালিকা

  • গ্র্যামি পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  • মঞ্চে তারকাদের ঢল
  • সেরার সেরা তালিকাতে রইলেন কারা
  • এক নজরে ২০২০-এর গ্র্যামি পুরস্কার প্রাপ্তদের নাম

লস অ্যাঞ্জেলেস সেজে উঠল ২৬ জানুয়ারি। বসল গ্র্যামি ২০২০ পুরস্কার বিতরণী আসর। সোমবারই প্রকাশ্যে এল সেরার সেরা তারকাদের তালিকা। কাঁদের ঝুলিতে গেল এই পুরস্কার, রইল তালিকা। এই সঙ্গীত মঞ্চে যাঁদের মুকুটে এল নতুন পালাক তাঁরা হলেন-

আরও পড়ুনঃ গ্র্যামির রেড কার্পেটে পিগি চপস, উন্মুক্ত বক্ষে উষ্ণতা ছড়ালেন নিক ঘরনি

Latest Videos

শ্রেষ্ঠ ছবির গানের পুরস্কার পেল বেয়ন্সে হোম কামিং ছবির জন্যে। 

শ্রেষ্ঠ ডান্স রেকর্ডিং এর পুরস্কার গেল দ্য কেমিকাল ব্রাদার্স-এর গট টু কিপ অন-এর ঝুলিতে।

শ্রেষ্ঠ ডান্স বা ইলেক্ট্রনিক অ্যালবামের পুরস্কার গেল দ্য কেমিকাল ব্রাদার্স-এর নো জিওগ্রাফি। 

শ্রেষ্ঠ কান্ট্রি গান-এর পুরস্কার গেল তানিয়া টাকার-এর ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ এর ঝুলিতে।

শ্রেষ্ঠ রক পারফর্মেন্স-এর পুরস্কার গেল গ্যারি ক্লার্ক জুনিয়র-এর দিস ল্যান্ড-এর ঝুলিতে।

শ্রেষ্ঠ রক গানের পুরস্কার পেলেন গ্যারি ক্লার্ক জুনিয়র-এর দিস ল্যান্ড।

শ্রেষ্ঠ পপ সোলো অ্যালবামের পুরস্কার গেল লিজো-র ট্রুট হার্টস-এর কাছে।

শ্রেষ্ঠ র‌্যাপ অ্যালবামের পুরস্কার গেল ইগর, টাইলার, দ্য ক্রিয়েটর-এর ঝুলিতে। 

শ্রেষ্ঠ র‌্যাপ পারফর্মেন্স-এর পুরস্কার গেল রকস ইন দ্য মিডল ও নিপসে হাসেল-এর কাছে। 

শ্রেষ্ঠ র‌্যাপ গানএর পরস্কার পেল এ লট, ২১ স্যাভেজ।

শ্রেষ্ঠ আরবান সমসাময়িক অ্যালবাম-এ নির্বাচিত হল লিজো-র কজ আই লাভ ইউ।

শ্রেষ্ঠ পপ ভোকাল অ্যালবাম-এর পুস্কার গেল বিলি এইলিশ-এর হোয়েন উই অল এস্লিপ, হোয়ার ডু উই গো?

শ্রেষ্ঠ পপ ডুয়ো ও গ্রুপ পারফর্মেন্স-এর জন্য পুরস্কার পেল লিল নাস এক্স-এর ওল্ড টাউন রোডস।  

সঙ্গীত পুরস্কারের এই আন্তর্জাতিক মঞ্চেই তারকারা শ্রদ্ধাজ্ঞাপন করলেন কোবে ব্রায়ান্ট ও তাঁর কন্যা সন্তান জিয়ানা। রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান কোবে ব্রায়ান্ট ও তাঁর তেরো বছরের মেয়ে জিয়ানাকে। মুহূর্তে ছড়িয়ে পড়ে শোক, সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিরা তাঁর আত্মার শান্তিও কামনা করেন। 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo