এমনই আদরের স্বপ্ন টেলি অভিনেতার চোখে, প্রকাশ্যে ছবি দিয়ে স্ত্রীর কাছে আবেদন

  • বিয়ের পর সুখের সংসার কে না চায়
  • এমনটাই স্বপ্ন টেলি তারকার
  • তাঁর স্ত্রী যদি তাঁকে এভাবে আদর করত
  • মজার ছলে করা পোস্ট মুহুর্তে ভাইরাল

বিয়ের পর সংসারটা হোক সুখের। এমনই স্বপ্ন দেখে সাত পাকে বাঁধা পড়েন সকলেই। বিপরীতে থাকা মানুষটার কাছ থেকে একাধিক আবদার, অভিযোগ, অভিমান। তবে কোথাও গিয়ে যেন কারুর মনে কিন্তু থেকে যায়। আশ মেটে না মনের। সেক্ষেত্রে যদি দুজনেই হয়ে থাকেন ব্যস্ত, তবে তো কথাই নেই। একজনের হাতে সময় আছে তো অন্য জন বেজায় ব্যস্ত। এমনই পরিস্থিতিতে মনের কোণে জমতে থাকে একরাশ অভিমান। 

আরও পড়ুনঃ সহ-অভিনেতাকে উপহার সলমনের, পলকে খরচ করলেন দেড় কোটি টাকা

Latest Videos

এমনটাই এবার ঘটতে দেখা গেল হিন্দি টেলি অভিনেতা রাম কাপুরের সঙ্গে। ব্যস্ত তিনি অভিনয় নিয়ে। একের পর এক চরিত্রের প্রস্তাব এখন তাঁর হাতে। বেশ কয়েকবছর হল তিনি বিয়ে করেছেন তাঁর স্ত্রী গৌতমীকে। তাঁর মধ্যে সম্পর্কও বেজায় মধূর। পরিবারের দিকে বিশেষ নজর দেওয়ার সুবাদে অভিনয় জগত থেকে সরে এসেছেন গৌতমী। 

 

 

সম্প্রতি রাম কাপুর একটি ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায়। আর সেখান থেকেই মনের কথা খোলসা করলেন তিনি। প্রকাশ্যেই তিনি জানালেন এমন ভাবে যদি তাঁকেও আদর করত। মজার ছলে করা এই পোস্ট দেখা মাত্রই ভক্তদের মধ্যে উঠল হাসির রোল। ছবিতে দেখা গেল গৌতমী একাত্মভাবে তাঁর পোষ্যকে জড়িয়ে ধরে বিছানায় শুরে রয়েছেন। আর সেই ছবির ক্যাপশনেই এমন মন্তব্য করে বসলেন অভিনেতা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু