সহ-অভিনেতাকে উপহার সলমনের, পলকে খরচ করলেন দেড় কোটি টাকা

Published : Jan 08, 2020, 06:21 PM IST
সহ-অভিনেতাকে উপহার সলমনের, পলকে খরচ করলেন দেড় কোটি টাকা

সংক্ষিপ্ত

সাফল্যের মুখ দেখল না দাবাং থ্রি ছবি তবুও সলমন খান বেজায় খুশি সহ অভিনেতাকে দিলেন উপহার খরচ করলেন দেড় কোটি টাকা

২০১৯ সালের শেষে মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত ছবি দাবাং থ্রি। সেই ছবি বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তবে সলমন খান মনে করেন যে এই ছবি তাঁর আক্ষরিক অর্থে সফল। দেশের যা পরিস্থিতি তাতে বেজায় সমস্যাতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে তাঁর ছবি যেটুকু চলেছে তাই অনেক। 

আরও পড়ুনঃ গেরুয়া শিবিরের ডাকে দীপিকার ছবি বয়কট নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষুব্ধ 'মোদীভক্ত'রাও

তবে বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও নিজে ছবি নিয়ে বেজায় খুশি হওয়ায় বর্তমানে বেশ খুশ মেজাজ ভাইজানের। আর তার প্রমাণ মিলল এবার উপহারের বহারে। ছবির সহ অভিনেতা বলি সিং-কে তিনি উপহারে দিলেন দেড় কোটি টাকার একটি বিএমডব্লিউ গাড়ি দিলেন সলমন খান। খবর প্রকাশ্যে আশা মাত্রই অবাক তাঁর ভক্তরা। অন্যদিকে আনন্দে মাতলেন কাচ্চা সুদীপ। 

সলমন খানের জন্যই ব্রেক পাওয়া। এই ছবিতে অভিনয় করার পর তাঁর এমনই মনে হয়েছিল। ছবিটি বক্স অফিসে সেভাবে না চললেও নিজের কাজ নিয়ে সন্তুষ্ট সুদীপ। প্রকাশ্যেই তিনি জানা, ভবিষ্যতের পর আরও পরিস্কার করেদিলেন স্যার। এখানেই শেষ নয়, গাড়ি পেয়ে ভাইজানের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন তিনি। ভবিষ্যতে আরও কাজ করার স্বপ্ন এখন সুদীপের চোখে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?