ইন্সটা পোস্টে জানা গেল হলিউডকে বিদায় জানালেন ব্রুশ উইলস, নেপথ্য কারণ কী?

Published : Mar 31, 2022, 11:43 AM ISTUpdated : Mar 31, 2022, 11:44 AM IST
ইন্সটা পোস্টে জানা গেল হলিউডকে বিদায় জানালেন ব্রুশ উইলস, নেপথ্য কারণ কী?

সংক্ষিপ্ত

বিশিষ্ট হলিউড অ্যাকশন হিরো ব্রুশ উইলসকে আর বড় পর্দায় দেখা যাবে না| গত বুধবার অভিনেতার পরিবারের তরফে জানান হয়েছে, অ্যাপহাসিয়া বা স্নায়বিক রোগের জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলি স্টার ব্রুশ উইলস| 

হলিউডের একটি যুগের যেন অবসান হয়ে গেল|  বিশিষ্ট হলিউড অ্যাকশন হিরো ব্রুশ উইলসকে আর বড় পর্দায় দেখা যাবে না| গত বুধবার অভিনেতার পরিবারের তরফে জানান হয়েছে, অ্যাপহাসিয়া বা স্নায়বিক রোগের জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলি স্টার ব্রুশ উইলস| ডাই হার্ড ফ্রাঞ্চাইজির অভিনেতা ব্রুশ উইলসের পরিবারের তরফে বুধবার ইন্সটাগ্রামে একটি পোস্ট করা হয়েছে| আর সেই পোস্টেই জানানো হয়েছে গোটা বিষয়টি| সেখানে জানান হয়েছে তিনি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন| তবে সম্প্রতি স্নায়ুর সমস্যা প্রকট হয়েছে| তাই সিনে দুনিয়া থেকে সরে আসা ছাড়া আর কোনও উপায় নেই|

বলা বাহুল্য ব্রুশ উইলসের মত একজন দাপুটে অভিনেতার কাছে এই ধরনের পরিস্থিতি মেনে নেওয়া খুব একটা সহজ বিষয় নয়|  ফিল্মি কেরিয়ারে তাঁর মত একজন সফল অভিনেতার এহেন খবরে সিনেপ্রমী থেকে শুরু করে তাঁর অনুরাগীরা সকলেই একপ্রকার মর্মাহত|  উল্লেখ্য অ্যাসপাসিয়া হল এক ধরনের স্ট্রোক বা ব্রেন ইনজুড়ি| এই রোগে আক্রান্ত ব্যক্তি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে তবে অন্যের কথা বোঝা বা কোনও লেখা পড়তে পারে| সেই আশির দশক থেকে ব্রুশ ছোট ও বড় পর্দায় একনাগারে অভিনয় দক্ষতায় দর্শক মন জয় করে এসেছেন|  সম্প্রতি টিভি সিরিজ মুনলাইটিং-এও দেখা গেছে ব্রুশ উইলিয়ামকে|

সদ্যই ৬৭ তে পা রেখেছেন হলিউডের অ্যাকশন হিরো ব্রুশ উইলিস| কিছুদিন আগেই পপুলার শো লুক  হুস টকিং এ শিশু শিল্পীর জন্য কন্ঠ দিয়েছেন তিনি| সেই সঙ্গে পাল্প ফিকশনে নিজের দাপুটে অভিনয়ের নজির গড়েছেন| শেষ কয়েক দশকে ব্রুশ উইলিস অভিনীত সেরা মুভির তালিকায় উঠে এসেছে দ্য সিক্সথ সেন্স|  গোটা ফিল্মি কেরিয়ারে ব্রুশ উইলসের ঝুলিতে এসেথে গোল্ডেন গ্লোব ও দুটো এমি অ্যাওয়ার্ড|  ব্রুশের এই শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইন্সটাগ্রামে পোস্টে  তাঁর বেটারহাফ এমা হেমিং উইলস ও তাঁর সন্তানরা লিখেছেন, খুব কঠিন সময়ের মধ্যে তাঁদের পরিবার রয়েছে| সকলের ভালবাসা আর সহানুভূতি পাওয়ার জন্য সোশ্যাল পোস্টে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা| সেই সঙ্গে আরও লিখেছেন, এই মুহুর্তে পরিবারের সকলে একত্রিত হয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন| এই খবরে ব্রুশ উইলসের ভক্তরা যে শোকাহত সেই অনুভূতির কথাও জানিয়েছেন| তবে লাস্ট বাট নট ইন লিস্ট, হলিউডের দাপুটে অ্যাকশন হিরো ব্রুশ উইলস সবসময় বলতেম, লিভ ইট আপ, অ্যান্ড টুগেদার উই প্ল্যান টু ডু ড জাস্ট দ্যাট|

আরও পড়ুন- নীলকুঠির দরজায় মিথিলা, যৌনপল্লীতে সৃজিত ঘরনিকে দেখে শোরগোল টলিপাড়ায়

আরও পড়ুন- অভিষেক চলে যেতেই চরম অর্থকষ্টে ভুগছে স্ত্রী ও মেয়ে, ক্ষোভ উগরে কড়া বার্তা দিলেন সংযুক্তা

আরও পড়ুন- মুখ খুললেই ফাঁস হয়ে যাবে নোংরা কেচ্ছা, ঐশ্বর্যর নাম নিয়ে সলমনকে হুমকি সোমি আলির
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার