ইন্সটা পোস্টে জানা গেল হলিউডকে বিদায় জানালেন ব্রুশ উইলস, নেপথ্য কারণ কী?

বিশিষ্ট হলিউড অ্যাকশন হিরো ব্রুশ উইলসকে আর বড় পর্দায় দেখা যাবে না| গত বুধবার অভিনেতার পরিবারের তরফে জানান হয়েছে, অ্যাপহাসিয়া বা স্নায়বিক রোগের জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলি স্টার ব্রুশ উইলস| 

হলিউডের একটি যুগের যেন অবসান হয়ে গেল|  বিশিষ্ট হলিউড অ্যাকশন হিরো ব্রুশ উইলসকে আর বড় পর্দায় দেখা যাবে না| গত বুধবার অভিনেতার পরিবারের তরফে জানান হয়েছে, অ্যাপহাসিয়া বা স্নায়বিক রোগের জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলি স্টার ব্রুশ উইলস| ডাই হার্ড ফ্রাঞ্চাইজির অভিনেতা ব্রুশ উইলসের পরিবারের তরফে বুধবার ইন্সটাগ্রামে একটি পোস্ট করা হয়েছে| আর সেই পোস্টেই জানানো হয়েছে গোটা বিষয়টি| সেখানে জানান হয়েছে তিনি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন| তবে সম্প্রতি স্নায়ুর সমস্যা প্রকট হয়েছে| তাই সিনে দুনিয়া থেকে সরে আসা ছাড়া আর কোনও উপায় নেই|

বলা বাহুল্য ব্রুশ উইলসের মত একজন দাপুটে অভিনেতার কাছে এই ধরনের পরিস্থিতি মেনে নেওয়া খুব একটা সহজ বিষয় নয়|  ফিল্মি কেরিয়ারে তাঁর মত একজন সফল অভিনেতার এহেন খবরে সিনেপ্রমী থেকে শুরু করে তাঁর অনুরাগীরা সকলেই একপ্রকার মর্মাহত|  উল্লেখ্য অ্যাসপাসিয়া হল এক ধরনের স্ট্রোক বা ব্রেন ইনজুড়ি| এই রোগে আক্রান্ত ব্যক্তি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে তবে অন্যের কথা বোঝা বা কোনও লেখা পড়তে পারে| সেই আশির দশক থেকে ব্রুশ ছোট ও বড় পর্দায় একনাগারে অভিনয় দক্ষতায় দর্শক মন জয় করে এসেছেন|  সম্প্রতি টিভি সিরিজ মুনলাইটিং-এও দেখা গেছে ব্রুশ উইলিয়ামকে|

Latest Videos

সদ্যই ৬৭ তে পা রেখেছেন হলিউডের অ্যাকশন হিরো ব্রুশ উইলিস| কিছুদিন আগেই পপুলার শো লুক  হুস টকিং এ শিশু শিল্পীর জন্য কন্ঠ দিয়েছেন তিনি| সেই সঙ্গে পাল্প ফিকশনে নিজের দাপুটে অভিনয়ের নজির গড়েছেন| শেষ কয়েক দশকে ব্রুশ উইলিস অভিনীত সেরা মুভির তালিকায় উঠে এসেছে দ্য সিক্সথ সেন্স|  গোটা ফিল্মি কেরিয়ারে ব্রুশ উইলসের ঝুলিতে এসেথে গোল্ডেন গ্লোব ও দুটো এমি অ্যাওয়ার্ড|  ব্রুশের এই শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইন্সটাগ্রামে পোস্টে  তাঁর বেটারহাফ এমা হেমিং উইলস ও তাঁর সন্তানরা লিখেছেন, খুব কঠিন সময়ের মধ্যে তাঁদের পরিবার রয়েছে| সকলের ভালবাসা আর সহানুভূতি পাওয়ার জন্য সোশ্যাল পোস্টে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা| সেই সঙ্গে আরও লিখেছেন, এই মুহুর্তে পরিবারের সকলে একত্রিত হয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন| এই খবরে ব্রুশ উইলসের ভক্তরা যে শোকাহত সেই অনুভূতির কথাও জানিয়েছেন| তবে লাস্ট বাট নট ইন লিস্ট, হলিউডের দাপুটে অ্যাকশন হিরো ব্রুশ উইলস সবসময় বলতেম, লিভ ইট আপ, অ্যান্ড টুগেদার উই প্ল্যান টু ডু ড জাস্ট দ্যাট|

আরও পড়ুন- নীলকুঠির দরজায় মিথিলা, যৌনপল্লীতে সৃজিত ঘরনিকে দেখে শোরগোল টলিপাড়ায়

আরও পড়ুন- অভিষেক চলে যেতেই চরম অর্থকষ্টে ভুগছে স্ত্রী ও মেয়ে, ক্ষোভ উগরে কড়া বার্তা দিলেন সংযুক্তা

আরও পড়ুন- মুখ খুললেই ফাঁস হয়ে যাবে নোংরা কেচ্ছা, ঐশ্বর্যর নাম নিয়ে সলমনকে হুমকি সোমি আলির
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar