Sushmita Sen: নিজের লাইফলাইনের সঙ্গে পরিচয় করালেন সুস্মিতা সেন শুভেচ্ছার বন্যায় ভরল নেটদুনিয়া

'জীবনে তোমাকে পেয়ে আমি ধন্য। ভীষণ ভালোবাসি।' সোশ্যাল মিডিয়ায় আগেবঘন পোস্ট সুস্মিতা সেনের। পরিবারের সকলের সঙ্গে মিষ্টি সময় কাটানোর মুহূর্ত শেয়ার করলেন সুস্মিতা।
 

রবিবার ১৯ শে ডিসেম্বর ছিল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বাবা সুবীর সেনের জন্মদিন (Susmita Sen's father Subir Sen's Birthday)। এই বিশেষ দিনটিতে বাবাকে নিয়ে আবেগে ভাসলেন সুস্মিতা (Susmita Sen)। এইদিন বাবার জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সকলকে নিয়ে ডিনারে গেছিলেন অভিনেত্রী। যেখানে তাঁর বাবা ছাড়াও তাঁর মা, বোন, জামাইবাবু, দিদি-সহ পরিবারের সকল সদস্যরাই উপস্থিত ছিলেন।  আর পরিবারকে সঙ্গে নিয়ে এই সুন্দর ক্যামেরাবন্দি করবে না তা আবার হয় না কি? তাই সেখানে গিয়ে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন প্রাক্তন মিস ইউনিভার্স (Miss Universe)। 

 

Latest Videos

বিশেষ এই দিনটিতে ডিনারে গিয়ে ইনস্টাগ্রাম লাইভে (Instagram Live) আসেন সুস্মিতা সেন (Susmita Sen)। যেখানে তিনি তাঁর সকল অনুরাগীদের তাঁর বাবার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য এবং দীর্ঘায়ু কামনার জন্য ধন্যবাদ জানান।  তবে এক সুস্মিতা নন, এদিন সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা সুবীর সেন ও। প্রসঙ্গত, জন্মদিনে বাবার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন সুস্মিতা সেন (Susmita Sen)। যেখানে ক্যাপশনে সুস্মিতা (Susmita Sen)লেখা, 'শুভ জন্মদিন বাবা। তুমি খুব ভালো এবং দয়ালু একজন মানুষ। তোমাকে নিজের বাবা এবং আমার সন্তানদের দাদু হিসাবে পরিচয় দিতে পেরে আমি ধন্য। আমি তোমার সুখ এবং সুস্বাস্থ্য কামনা করি।  জীবনের সকলরকম আনন্দ এবং আশা তোমার জীবনকে ছুঁয়ে যাক আমি এই কামনা করি। তোমার ভিতরে যে লুকানো শক্তি আছে তা আমি নিজের মধ্যেও পেতে চাই বাবা। তুমি সত্যিই অসাধারণ। আমি তোমায় খুব ভালোবাসি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ সবকিছুর জন্য। আমি অভিভূত।'

এরপর একটি রেঁস্তোরায় পরিবারের সঙ্গে দেখা মেলে সুস্মিতা সেনের। ভিডিওতে সুস্মিতা (Susmita Sen) বলেন, 'আপনাদের সকলকে ধন্যবাদ আমার বাবার জন্মদিনকে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়ার জন্য। আজ আমরা সকলে বাইরে ডিনারে এসেছি।  তবে এই সেলিব্রেশনটা অসুম্পূর্ন থেকে যেত যদি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা শেয়ার করতাম।' পাশাপাশি মিস ইউনিভার্সের বাবা সুবীর সেন (Subir Sen) বলেন, 'সকলকে ধন্যবাদ এতো শুভেচ্ছা বার্তার জন্য।  আপনারা সকলে ভালো থাকবেন। তবে এদিন শুধু বাবা নয় এদিন নিজের মায়ের সঙ্গে ও পরিচয় করান সুস্মিতা। উল্লেখ্য, সম্প্রতি কিছুদিন আগেই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সুস্মিতা সেন (Susmita Sen) অভিনীত আরিয়া ২ (Aarya 2)। সিরিজের প্রথম সিজেনটিকে যথেষ্ট ভালোবেসেছিলেন দর্শক। এবার দ্বিতীয় সিজেনকেও ভালোবাসায় ভরিয়েছেন, এমনটাই শোনা গেল সুস্মিতা সেনের মায়ের মুখে। শুধু তাই নয়, আরিয়াকে এত ভালোবাসার জন্য তিনি সকলকে ধন্যবাদ ও জানিয়েছেন। একইসঙ্গে এদিন লাইভে এসে একে একে বোন, দিদি, জামাইবাবু এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ও পরিচয় করান সুস্মিতা (Susmita Sen)। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury