জাহ্নবীর হাতে মকটেল, পাশে পাশে চলল এক পথশিশু, তারপর এ কী বললেন অভিনেত্রী

Published : Nov 08, 2019, 03:46 PM IST
জাহ্নবীর হাতে মকটেল, পাশে পাশে চলল এক পথশিশু, তারপর এ কী বললেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

কাজের ফাঁকে পথশিশুকে সাহায্য জাহ্নবীর জাহ্নবীর পিছু পিছু গাড়ি পর্যন্ত গেল মেয়েটি গাড়ির দরজা খুলে ক্যামেরা বন্ধ করতে বললেন জাহ্নবী তারপর যা হল, দেখুন ভিডিও

পথশিশুদের সাহায্য করাটা জাহ্নবীর কাছে নতুন কিছু নয়। মাঝে মধ্যে তাঁর ভক্তদের নজরে আসে তিনি নানাভাবে শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। ব্যস্ততার ফাঁকেই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করে থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। যদিও এবার জাহ্নবী নজর কাড়লেন সম্পূর্ণ ভিন্ন লুকে। 

কাজের ফাঁকে হঠাতই বেড়িয়ে আসেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। হাতে মকটেল। পাশে পাশে হাঁটতে থাকে একটি শিশু। বেশ কিছুটা পথ হাঁটার পর নিজের হাতের মকটেলটা তুলে দিলেন না তিনি। বরং গাড়ি খুলে সেখান থেকে হাতের কাছে যা পেলেন তাই দিলেন। তবে অনবদ্য ছিল এই মুহুর্তে তাঁর অনুরোধ। 

 

 

অভিনেতা-অভিনেত্রীদের ২৪ ঘন্টাই ক্যামেরা যেন ঘিরে থাকে। সে জুহুতেই হোক কিংবা জুহুর বাইরে। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের প্রতিটি পদক্ষেপই যেন ক্যামেরাবন্দী হয়ে চলেছে প্রতিমুহুর্তে। এদিনও তার ব্যতিক্রম ছিল না। প্রথম থেকেই ক্যামেরা চলল জাহ্নবীর সঙ্গে সঙ্গে। কিন্তু বাচ্ছাটিকে সাহায্য করার সময় তিনি অনুরোধ করে বসলেন দয়া করে ক্যামেরা বন্ধ করুন। কারনটা স্পষ্ট, কাউকে সাহায্য করে প্রচার চান না তিনি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার